সর্বশেষ সংবাদ
Home / সারাদেশ / খুলনা বিভাগ / রাজশাহীতে আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রাজশাহীতে আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

লিয়াকত হোসেন, রাজশাহী থেকে : রাজশাহীতে আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। গতকাল দিবসটি উপলক্ষে কেন্দ্রীয় আওয়ামী লীগের অন্যতম কার্যনির্বাহী সদস্য, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি সিটি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তর্বক অর্পন, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী সকাল ১০টায় কুমারপাড়াস্থ রাজশাহী মহানগর আওয়ামী লীগের পাশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে কেন্দ্রীয় আওয়ামী লীগের অন্যতম কার্যনির্বাহী সদস্য, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি সিটি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পন করে মহানগর আওয়ামী লীগ। এ সময় মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেনী, সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ মহানগর আওয়ামী লীগ ও সহযোগী-অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এরপর মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে উৎসব মুখর পরিবেশ আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৭০ পাউন্ডের কেক কাটা হয়। কেক কাটার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর পরিবারবর্গ, জাতীয় চার নেতাসহ আওয়ামী লীগের প্রয়াত নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামানয় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেনী, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মীর ইকবাল, মুক্তিযোদ্ধা নওশের আলী, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, নাইমুল হুদা রানা, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আজাদ, এ্যাড আসলাম সরকার, ত্রাণ ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক ফিরোজ কবির সেন্টু, উপ-প্রচার বিষয়ক সম্পাদক মীর ইশতিয়াক আহমেদ লিমন, মহানগর ছাত্রলীগের সভাপতি রকি কুমার ঘোষ, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রাজিবসহ মহানগর মহিলা আওয়ামী লীগম, মহিলা যুবলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ,জাতীয় শ্রমিক লীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

জামালপুরে আন্তর্জাতিক নদী দিবস২০২৪ পালিত

সদর প্রতিনিধি জামালপুর: অদ্য ৫ অক্টোবর ২৪ জামালপুরে আন্তর্জাতিক নদী দিবস ২০২৪ ...