সর্বশেষ সংবাদ
Home / খেলাধুলা / রমজানের শুভেচ্ছা জানালেন রোনালদো

রমজানের শুভেচ্ছা জানালেন রোনালদো

ক্লাব ফুটবলের ব্যস্ত সূচির বিরতিতে ফুটবল তারকারা সবাই যোগ দিয়েছেন জাতীয় দলের দায়িত্বে। বিশ্বকাপ আর ম্যানচেস্টার ইউনাইটেড বিতর্ক কাটিয়ে সৌদি ক্লাব আল নাসরে যোগ দেওয়ার পর ইউরো বাছাইপর্বেও পর্তুগাল দলে ডাক পেয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। জাতীয় দলের দায়িত্ব পালন আল নাসর থেকে রোনালদো এখন পর্তুগালের ক্যাম্পে। এর মধ্যেই বিশ্বের অনেক জায়গায় শুরু হয়ে গেছে মুসলমানদের পবিত্র মাস মাহে রমজান। মুসলিমদের পবিত্র এই মাস উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়েছেন রোনালদো।বুধবার (২২ মার্চ) দিবাগত রাতে নিজের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে করা এক টুইট বার্তায় রোওনালদ লেখেন, ‘সকল মুসলিমকে রমজান মুবারকের শুভেচ্ছা।’ইউরোপ ছেড়ে কিছুদিন আগেই সৌদির ক্লাব আল নাসরে পাড়ি জমিয়েছেন রোনালদো। শুরুটা খুব বেশি আশানুরূপ না হলেও ধীরে ধীরে নিজেকে দারুণভাবে মানিয়ে নিয়েছেন পর্তুগিজ এই সুপারস্টার। সতীর্থদের বেশিরাভাগসহ তার আশেপাশের অনেকেই এখন মুসলিম ধর্মাবলম্বীর মানুষ। এরই মধ্যে সৌদি আরবের ধর্মীয় নানা অনুষ্ঠানে অংশও নিয়েছেন সিআর সেভেন। সেই ধারাবাহিকতাতেই এবার মুসলিম বিশ্বকে রমজানের শুভেচ্ছা জানাতেও ভোলেননি এই তারকা।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

২৮০ রানের বড় ব্যবধানে ভারতের কাছে হারলো বাংলাদেশ

  ক্রীড়া ডেস্ক: তৃতীয় দিনেই আঁচ পাওয়া গিয়েছিল পঞ্চম দিনে গড়াবে না ...