সর্বশেষ সংবাদ
Home / সারাদেশ / রংপুর বিভাগ / রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ নিহত ৩

রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ নিহত ৩

দৈনিক বর্তমান দেশবাংলা :

রংপুরের পীরগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ তিনজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে।
এতে আহত হয়েছেন অন্তত আরও ৩০ জন।

আহতদের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২৭ জুলাই) সকালে রংপুর-ঢাকা মহাসড়কে পীরগঞ্জের বিশমাইল নামক স্থানে যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার কমলসিন্দুর গ্রামের বাসিন্দা ফারুক হোসেন (৩৬) ও তার আড়াই বছর বয়সী শিশুপুত্র ইশরাত ঘটনাস্থলেই নিহত হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বড়দরগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোলায়মান শেখ।

তিনি বলেন, সকাল সোয়া ১০টার দিকে মহাসড়কের বিশমাইল নামক স্থানে ঢাকাগামী যাত্রীবাহী অপু ক্লাসিক পরিবহনের সঙ্গে রংপুরগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে বাস ও ট্রাকের সম্মুখভাগের ডান দিক দুমড়ে মুচড়ে গিয়ে হতাহতের ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই বাবা-ছেলের মৃত্যু হয়।

বিবস্ত্র করে মারপিট, লজ্জায় আত্মহত্যা করলেন ছাত্রী
দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা আহতের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে।

এ দিকে সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার খালাশপীর-নবাবগঞ্জ সড়কে টুকুরিয়ার মোনাইল নামকস্থানে মালবাহী একটি ট্রাকের ধাক্কায় শাহাজাদী বেগম (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

নিহত শাহাজাদী বেগম উপজেলার বড় আলমপুরের শিমুলবাড়ীর মোনাজ্জল মাস্টারের স্ত্রী। এ ঘটনায় মোটরসাইকেল চালক মোনাজ্জল মাস্টার ও তার শিশু সন্তান আহত হয়েছেন।

এ বিষয়ে পীরগঞ্জ থানার ওসি আনোয়ারুল ইসলাম বলেন, মোনাজ্জল মাস্টার সকালে স্ত্রী ও সন্তানকে নিয়ে টুকুরিয়ার দুধিয়াবাড়ি মন্ডলপাড়ায় শ্বশুরবাড়িতে যাওয়ার পথে দুর্ঘটনা ঘটে।

এতে মোনাজ্জল মাস্টারের স্ত্রী শাহাজাদী বেগম মারা যান।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

মিঠাপুকুরে আনসার ও ভিডিপি’র উদ্যোগে বৃক্ষরোপণ  ও গাছের চারা বিতরণ

মিঠাপুকুর প্রতিনিধি :   “শান্তি শৃঙখলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা”-এই প্রতিপাদ্য বিষয়কে ...