সর্বশেষ সংবাদ
Home / খেলাধুলা / যেভাবে সেমির সমীকরণ মেলাতে পারে পাকিস্তান

যেভাবে সেমির সমীকরণ মেলাতে পারে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক : কেবল কাগজে-কলমে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার আশা টিকে আছে পাকিস্তানের। রানরেটে অনেক এগিয়ে থাকায় সেই আশা প্রায় পূরণ করেই রেখেছে নিউজিল্যান্ড। তবে এখনও আশা হারাতে রাজি নন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। সেজন্য কীভাবে কঠিন সেই সমীকরণ মেলাবেন, তিনি সেই হিসাবও করছেন। দিনের দ্বিতীয় ম্যাচে আজ (শনিবার) দুপুর আড়াইটায় রাউন্ড রবিন পর্বে নিজেদের শেষ লড়াইয়ে মুখোমুখি হবে পাকিস্তান-ইংল্যান্ড।

এখন পর্যন্ত বিশ্বকাপের ৮ ম্যাচের চারটিতে জিতেছে পাকিস্তান। ৮ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান পাঁচ নম্বরে। অন্যদিকে ৯ ম্যাচ খেলা নিউজিল্যান্ডের পয়েন্ট ১০। আজ ইংল্যান্ডকে হারাতে পারলে পাকিস্তানের পয়েন্টও ১০ হবে। তবে রানরেটে পাকিস্তান পিছিয়ে আছে বিশাল ব্যবধানে। যে কারণে নিউজিল্যান্ডকে টপকে সেমিতে যেতে হলে পাকিস্তানকে জিততে হবে ২৮৭ রানে। আর রান তাড়ায় লক্ষ্য ছুঁতে হবে ২.১ ওভারের মধ্যে।

প্রায় অসম্ভব এই সমীকরণ মেলানোর বিষয়ে বাবর বলেন, ‘ইংল্যান্ডের বিপক্ষে নেট রানরেট নিয়ে আমরা পরিকল্পনা করেছি। যাই হোক, আমরা প্রথম বল থেকেই মারতে যাব না। প্রথম ১০ ওভার কীভাবে খেলব এবং তারপর আমরা কী করব, সেটা নিয়ে পরিকল্পনা করেছি। যদি ফখর ২০-৩০ ওভার টিকে যায়, আমাদের যা লক্ষ্য তা অর্জন করতে পারব। আমরা কেউ জানি না পরবর্তীতে কী হবে, এখনও আমাদের একটি ম্যাচ বাকি আছে।’

পাকিস্তানের এমন কঠিন পরিস্থিতির জন্য অনেকেই অধিনায়ক বাবরকে দুষছেন। নেতৃত্ব তাকে বাড়তি চাপে ফেলেছে বলে মত তাদের। তবে বাবর বললেন ভিন্ন কথা, ‘আমি তিন বছর ধরে পাকিস্তানের অধিনায়ক। আমি কখনোই অধিনায়কত্বের চাপ অনুভব করিনি। নেতৃত্বের কোনো চাপ আমার ওপর নেই। লোকে আমার অধিনায়কত্ব নিয়ে কথা বলে। কিন্তু আমি বিশ্বকাপে গড়পড়তা মানের নিচে পারফরম্যান্স করিনি। বিশ্বকাপ শেষ করে পাকিস্তান যাওয়ার পর পিসিবি আমার অধিনায়কত্ব নিয়ে আলোচনা করবে। এই মুহূর্তে আমি বাকি থাকা লিগ ম্যাচ নিয়েই ভাবছি।’

কেবল অধিনায়কত্বই নয়, বাবর কাঠগড়ায় উঠেছেন ব্যাট হাতে আশানুরূপ পারফর্ম না করায়ও। কিন্তু বিষয়টি অনেকটা পরিস্থিতির ওপর নির্ভর করে বলে জানিয়েছেন বাবর। একইসঙ্গে নির্দিষ্ট কোনো বিভাগকে দোষ দিতে চান না পাক অধিনায়ক, ‘আপনি বোলিং কিংবা ব্যাটিংকে দোষ দিতে পারবেন না। আমরা সামগ্রিকভাবে নিজেদের পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থ হয়েছি। আমাদেরকে নিজেদের ভুল থেকে শিক্ষা নিতে হবে। ভারতে আমরা অনেক ভালোবাসা ও সমর্থন পেয়েছি। আমি কখনও নিজের ফিফটি নিয়ে ভাবিনি। অনেক মানুষ আমার সমালোচনা করে বলেছে আমি মন্থর স্ট্রাইক রেটে ব্যাট করি। কিন্তু আমার কাছে পরিস্থিতি গুরুত্বপূর্ণ। আমি সব সময় দলের জন্য খেলেছি।’

শ্রীলঙ্কা-নিউজিল্যান্ডের সর্বশেষ ম্যাচের দিকে তাকিয়ে ছিলেন বাবররা। ম্যাচটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হলেও কিছুটা সম্ভাবনা থাকত পাকিস্তানের। কিন্তু শ্রীলঙ্কাকে মাত্র ১৭১ রানে অলআউট করে ২৩.২ ওভারে লক্ষ্য টপকে যায় কিউইরা। লঙ্কানদের এমন ভরাডুবির পর পাকিস্তানের বিশ্বকাপে সেমিফাইনালের আগেই বিদায় এখন প্রায় নিশ্চিত।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

বাফুফে সভাপতির পদে তরফদার-তাবিথ নাকি ইমরুল?

  নিজস্ব প্রতিবেদক: ফুটবলের প্রতি দেশের মানুষের যত আশা ও আবেগ, তা ...