সর্বশেষ সংবাদ
Home / Uncategorized / যশোরের মন্দিরের স্বর্ণ অলংকারসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল চুরি

যশোরের মন্দিরের স্বর্ণ অলংকারসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল চুরি

 নিজস্ব প্রতিনিধি –
যশোরের কেশবপুর উপজলার সদর শহরের কেন্দ্রীয় কালি মন্দিরে গ্রিল ভেঙ্গে ১২ ভরি স্বর্ণঅলংকার সহ প্রায় ২০ লাখ টাকার মালামাল চুরি হয়েছে।গত বুধবার (৮ই মে) দিবাগত রাতে এই ঘটনা ঘটে বলে জানাগেছে। খবর পেয়েই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

কেশবপুর কেন্দ্রীয় কালি মন্দিরের সাধারণ সম্পাদক কনক সেন বলেন, রাতে একদল দুর্বৃত্ত মন্দিরের পেছন দিয়ে দোতলায় উঠে।  জানালার গ্রিল কেটে  ঠাকুর ঘরের মধ্যে প্রবেশ করে মা কালি বিগ্রহের মাথায় থাকা পাঁচ ভরি ওজনের একটি স্বর্ণের মুকুট,ও দেড় ভরি ওজনের একটি সীতা হার, স্বর্ণের তিন টি কণ্ঠজিপ,সহ ২০ ভরি রূপার গহনা ও ২০টি শাড়িএবং প্রায় ২০ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, কালি মন্দিরে চুরির সংবাদ পেয়েই পুলিশের একাধিক দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু করা হয়েছে বলে জানান।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

জামালপুরে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মোঃ  এমদাদুল হক সদর উপজেলা প্রতিনিধি জামালপুর বাংলাদেশ জাতীয়তাবাদবাদী ওলামা দলের ৪৬ ...