সর্বশেষ সংবাদ
Home / ফিচার / মোবাইল ইন্টারনেটে ধীরগতি

মোবাইল ইন্টারনেটে ধীরগতি

 

বর্তমান দেশবাংলা ডেস্ক:

দেশে বিভিন্ন স্থানে মোবাইল ইন্টারনেট সেবা বিঘ্ন হওয়ার তথ্য জানিয়েছেন ব্যবহারকারীরা। মঙ্গলবার (১৬ জুলাই) সন্ধ্যা থেকেই মোবাইল ফোর-জি ইন্টারনেট ব্যবহারে ধীরগতির এবং কোথাও কোথাও একেবারেই ইন্টারনেট পাওয়া যাচ্ছে না বলে জানা গেছে।

এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ম্যাসেঞ্জারে একবোরেই ঢোকা যাচ্ছে না বলেও জানা যায়। ফলে মোবাইল যোগাযোগে ব্যাপক বিপত্তির মুখে পড়েছেন তারা। তবে ব্রডব্যান্ড সেবা নিরবিচ্ছিন্নভাবেই ব্যবহার করা যাচ্ছে বলে জানা যায়।

এদিকে মোবাইল ইন্টারনেট ধীরগতির বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো অপারেটর অথবা নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মঙ্গলবার বিকেল থেকে অনেকেই মোবাইল ইন্টারনেটের ধীরগতির বিষয়টি উপলব্ধি করেছেন। রাজধানীর ব্যবহারকারী জানান, প্রয়োজনীয় কাজ করতে গিয়ে মোবাইল ইন্টারনেট ব্যবহার করা যাচ্ছিল না, বিশেষ করে ফেসবুক ও ম্যাসেঞ্জার।

পরে ওয়াইফাই দিয়ে ইন্টারনেট ব্যবহার করতে গিয়ে দেখেন সবই ব্যবহার করা যাচ্ছে। পরে বুঝতে পারেন মোবাইল ইন্টারনেটের গতি ধীর।

 

 

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

বৈরী আবহাওয়ায় পর্যটন ব্যবসায়ী অসহায়

মোঃ মানিক মিয়া – কোম্পানিগঞ্জ, সিলেট প্রতিনিধি:: সিলেটের ভোলাগঞ্জ সাদাপাথরের প্রাকৃতিক সৌন্দর্য্য ...