সর্বশেষ সংবাদ
Home / সাহিত্য / মায়ের ভোজ

মায়ের ভোজ

মায়ের ভোজ 
       ফোরকান আহম্মেদ

বুড়ো ছেলেকে খাওয়াবার লাগি
বিশাল আয়োজন করেছেন মায়,
মনে হয় যেনো ফিরে এসেছি
সেকেলের পুরনো ঢাকায়।
মাছ-মাংস ডাল-ভাতসহ আরো যে কত কি
বারবার শুধু আর একটু খাবার ছেলের পাতে দিবে,
সেদিকেই মায়ের দৃষ্টি।
নাতি-নাতনী তাঁর কেন আনিনি,
শুধুই মায়ের বারংবার জিজ্ঞাসা ?
ছেলে বলে আম্মা, শীঘ্রই পূরণ হবে
আপনার পবিত্র প্রত্যাশা।
বাড়ী ফেরার পথে ভাবছে ছেলে
হায়রে মায়ের মন
বাংলার ঘরে ঘরে সকলের মায়েরা-ই
যেনো হয় এমন।

 

লেখকঃ ফোরকান আহম্মেদ

 

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

“ব্যর্থ পুরুষ”

ডাঃ বাসুদেব পোদ্দার গাড়ি বাড়ি অর্থ করি নেই বলে আজ ব্যর্থ পুরুষ, ...