সর্বশেষ সংবাদ
Home / অন্যান্য / মাদারীপুরে সরকারি চাকরি থেকে কোটা বাতিলের দাবিতে সড়ক অবরোধ

মাদারীপুরে সরকারি চাকরি থেকে কোটা বাতিলের দাবিতে সড়ক অবরোধ

কাজল খান – মাদারীপুর জেলা প্রতিনিধি::
সরকারি চাকরি থেকে কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে বুধবার সকাল ১১টার দিকে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন মাদারীপুর সরকারী কলেজের শিক্ষার্থীরা। পরে তারা কলেজ ক্যাম্পাসে দীর্ঘ সময় অবস্থান কর্মসূচি করে কোটা ব্যবস্থা বাতিলের দাবীতে শ্লোগান দেন।
পূর্ব ঘোষণা মোতাবেক সকাল ১০টার দিকে মাদারীপুর সরকারী কলেজ ক্যাম্পাসে জড়ো হয়ে শিক্ষার্থী বিক্ষোভ মিছিল করে। পরে সকাল ১১টার দিকে মাদারীপুর-শরীয়তপুর সড়কের ডিসি ব্রিজ এলাকায় সড়কের উপর অবস্থান নিয়ে সকল ধরণের যান চলাচল বন্ধ করে দেয়। এসময় তারা প্রায় এক ঘণ্টা অবরুদ্ধ করে কোটা বিরোধী শ্লোগান দেন। এসময় রাস্তার দু’পাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরে সদর থানা পুলিশ এসে শিক্ষার্থীদের অনুরোধ করলে অবরোধ তুলে নেয়া হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অন্যতম সংগঠক মাসুম বিল্লাহ বলেন, ‘দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি দিলে আমরা মাদারীপুর জেলা থেকে সাধারণ শিক্ষার্থীরা অংশ নিবো। প্রয়োজনে হরতালের মতো কর্মসূচিও দেওয়া হতে পারে। দেশের সব অফিস, আদালত, সড়ক সবকিছু বন্ধ করে দেওয়া হবে। আমরা কোটা বাতিল বা সংস্কার চাই।’
মাদারীপুর সরকারী কলেজের শিক্ষার্থী সুমন হোসাইন বলেন, ‘আমাদের একটাই দাবী, যে করেই হোক, কোটা বাতিল বা সংস্কার করতে হবে। এক দেশে এক নীতিকে চাকুরীতে অংশ নিতে হবে। আদালতে রায় পুনর্বহাল করতেই হবে। কোন অশুভ শক্তি আমাদের এই আন্দোলন থেকে পিছু পা হবো না। মাদারীপুর জেলায় সকল কলেজের শিক্ষার্থীরা আগামীতে এ আন্দোলনে অংশ নিবে।’

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

বেনাপোল দিয়ে আমদানি হলো ভারত থেকে বিশেষ সামরিক যান

আনোয়ার হোসেন – নিজস্ব প্রতিনিধি:: বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক শক্তি বাড়াতে ভারত থেকে ...