সর্বশেষ সংবাদ
Home / আন্তর্জাতিক / মাইকেল জ্যাকসনকে পেছনে ফেলে বিশ্ব রেকর্ড গড়লেন টেইলর সুইফট
Oplus_0

মাইকেল জ্যাকসনকে পেছনে ফেলে বিশ্ব রেকর্ড গড়লেন টেইলর সুইফট

 

স্টাফ রিপোর্টারঃ

পপ তারকা টেইলর সুইফট ‘দ্য ইরাস ট্যুর’ কনসার্ট দিয়ে একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছেন। এই কনসার্ট দিয়ে পপ কিংবদন্তি মাইকেল জ্যাকসনকে পেছনে ফেলে সুইফট এবার নতুন রেকর্ড গড়লেন।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, গত ২০ আগস্ট লন্ডনের বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে পারফর্মের মধ্য দিয়ে ইউরোপ ট্যুর শেষ করলেন টেইলর সুইফট। শেষটাও হলো মনে রাখার মতোই।

যুক্তরাজ্যে সুইফটের গান শুনেছে প্রায় ১২ লাখ মানুষ, যা দেশটির অর্থনীতিতে ১ বিলিয়ন পাউন্ড অবদান রেখেছে।

কোনো ট্যুরে একক শিল্পী হিসেবে তিনিই প্রথম অষ্টমবারের মতো ওয়েম্বলিতে পারফর্ম করলেন সুইফট।

রেকর্ড গড়ে ভক্তদের ধন্যবাদ জানাতে ভুলেননি সুইফট। আনন্দচিত্তে এই তারকা ভক্তদের উদ্দেশ্যে বললেন, ‘আপনারা এই সাফল্যের দাবিদার।

ওয়েম্বলিতে একক শিল্পী হিসেবে আটবার শো করলাম, আপনারা পাশে না থাকলে এটা সম্ভব হতো না। ধন্যবাদ দিয়ে এই কৃতজ্ঞতা কখনোই প্রকাশ করা যাবে না।’

এর আগে ১৯৯৮ সালে ‘ব্যাড ট্যুর’-এ সাতবার ওয়েম্বলি স্টেডিয়ামে পারফর্ম করেছিলেন মাইকেল জ্যাকসন। এবার সে রেকর্ড ভেঙে দিলেন সুইফট। ওয়েম্বলিতে আটবার কনসার্ট করার রেকর্ডও আছে। তবে সেটা কোনো একক শিল্পীর নয়, পপ ব্যান্ড টেক দ্যাটের।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

লেবাননে ইসরায়েলের মুহুর্মুহু হামলা, নিহত ৩৩

  আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের বৈরুতে শুক্রবার ব্যাপক হামলা চালিয়ে ইরান সমর্থিত সশস্ত্র ...