সর্বশেষ সংবাদ
Home / অপরাধ / মহেশপুর সীমানা পার হয়ে অবৈধভাবে ভারতে অতিক্রমকালে দালালসহ আটক ৩০

মহেশপুর সীমানা পার হয়ে অবৈধভাবে ভারতে অতিক্রমকালে দালালসহ আটক ৩০

আলিফ মোর্শেদ,মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর সীমানা পার হয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় নারী, পুরুষ, শিশু ও দালালসহ ৩০ জনকে আটক করেছে বিজিবি।

সোমবার (১৮,জুলাই)দুপুরে যাদবপুর এলাকার গোপালপুর হতে ৫৮ বর্ডার গার্ড বাংলাদেশ তাদের আটক করে। আটকৃতদের মধ্যে দালালসহ নয়জন পুরুষ, ১০ জন নারী ও ১১জন শিশু রয়েছে। আটক ব্যক্তিরা হলেন- যশোর জেলার মনিরামপুর থানার শ্যামকুড় গ্রাামের মো. ইনামুল গাজী (৩৪), শাহানাজ পারভীন (২৫), আসিফ গাজী (৮), আছিয়া খাতুন (২), স্বপনা খাতুন (২৬), সিরিনা খাতুন (২৪), প্রশানতি  মন্ডল (৫০), আদোরী খানম (১৫), আছিয়া আক্তার (৩৫), সাতক্ষীরা জেলার আকিজুল ইসলাম (১৯), নড়াইল জেলার যড়গাতী গ্রাামের মো. সবুজ শেখ(৩৩), নাজিমা সুলতানা (২৩), আন নাজমুস সাকিব (৫), সোয়াইব ইসলাম (০২), কৃষ্ণপুর গ্রাামের মো. হালিম মোল্যা (২৬), আজমীরা খাতুন (২৩), আছিয়া খাতুন (০২), সাগরিকা (২১), সিনহা (০১), ঢাকা জেলার ওয়ারী সুইপার কলোনীর, ভিগঙ্গা (৩৩), বাংগারী শানতি (২৬), ভিসিদ্ধু (০৬), বাংগারী তুলসী (১০), বাগেরহাট জেলার গুলিশাখালী গ্রাামের, রীনা বেগম (৩৪), লামিয়া আক্তার (০২), শাহিদা বেগম (২৫), ফারজানা আক্তার (০৯), মো. রুস্তম শেখ (২৮), মো. ওহিদুল আকন (৩৭), ঝিনাইদহ জেলার মহেশপুর থানার পাথরা গ্রাামের বাসিন্দা দালাল মো. তেীফিক (২৫)।

৫৮ বর্ডার গার্ড বাংলাদেশের অতিরিক্ত পরিচালক ও ভারপ্রাপ্ত অধিনায়ক তসলিম মো. তারেক জানান, অবৈধভাবে সীমানা পারাপারের অভিযোগে ১৯৭৩ এর ১১ (১) (গ)  পাসপোর্ট অধ্যাদেশ অনুয়ায়ী মহেশপুর থানায় মামলা দায়ের ও সোপর্দ করা হয়েছে।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

গণহত্যার তথ্য উপাত্ত চেয়ে মিডিয়া হাউস, হাসপাতালে প্রসিকিউশনের চিঠি

  সদরুল আইনঃ ছাত্র-জনতার আন্দোলনের সময় স্বৈরাচার শেখ হাসিনার নেতৃত্বে জুলাই-আগস্টের গণহত্যার ...