সর্বশেষ সংবাদ
Home / জাতীয় / মহেশখালী দ্বীপের মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রের ভিত্তি স্থাপন প্রধানমন্ত্রীর

মহেশখালী দ্বীপের মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রের ভিত্তি স্থাপন প্রধানমন্ত্রীর

কক্সবাজারের মহেশখালী দ্বীপের মাতারবাড়িতে এক হাজার ২০০ মেগাওয়াটের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণ কাজের ভিত্তি স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাপানি সংস্থা জাইকার অর্থায়নে এই কেন্দ্রটি ২০২৪ সালের মধ্যে উৎপাদনে আসবে। এতে ব্যয় হবে ৫০ হাজার কোটি টাকা। এই প্রকল্পে ব্যবহার হবে সর্বাধুনিক আল্ট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি।

রবিবার গণভবনে বসে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। প্রকল্পটি উদ্বোধনে তার মাতারবাড়ি যাওয়ার কথা ছিল। তবে অনিবার্যকারণে সে সফর বাতিল করা হয়।

মহেশখালীর মাতারবাড়িতে ছিলেন বাংলাদেশে জাপানি রাষ্ট্রদূত হিরোয়াসু ইউজুমি জাইকার প্রধান প্রতিনিধি তাকাতোশি নিশিকাতা। আর গণভবনে জাপানি প্রধানমন্ত্রীর বিশেষ দূত কেনতেরো সেনোউরা বক্তব্য রাখেন।

এই বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পাশাপাশি মহেশখালী দ্বীপে কয়লা আমদানি ও সংরক্ষণে নির্মাণ হবে একটি পোর্ট।

এখন এই প্রকল্পে মাটি ভরাটের কাজ চলছে। ২০২০ সালে শুরু হবে মূল বিদ্যুৎকেন্দ্রেওর নির্মাণ কাজ।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপ আজ : আলোচনায় সংস্কার ও নির্বাচনি রোডম্যাপ

  সদরুল আইন: অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দেশের ...