সর্বশেষ সংবাদ
Home / সারাদেশ / চট্রগ্রাম বিভাগ / মতলব উত্তরের সহকারি প্রিজাইডিং কর্মকর্তার মৃত্যু

মতলব উত্তরের সহকারি প্রিজাইডিং কর্মকর্তার মৃত্যু

 

চাঁদপুর প্রতিনিধিঃ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণের দায়িত্বে থাকা মোহাম্মদ নুর উদ্দিন নামে সহকারী প্রিজাইডিং কর্মকর্তার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৭ মে) দিনগত রাত ৯টার দিকে তিনি উপজেলার ৪২ নম্বর হানিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত সহকারী প্রিজাইডিং কর্মকর্তার নাম মোহাম্মদ নূর উদ্দিন (৫৫)। তিনি উপজেলার ১১ নম্বর ষাটনল বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

বুধবার (৮ মে) সকাল থেকে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে ৪২ নম্বর হানিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট গ্রহণের জন্য তিনি সহকারী প্রিজা কইডিংর্মকর্তা হিসেবে দায়িত্বপ্রাপ্ত ছিলেন।

হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন বলে পরিবারের লোকজন ধারণা করছেন। সকালে ষাটনল গ্রামে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

কেশবপুরে চার ঘণ্টায় ভোট পড়েছে ১৫ শতাংশকেশবপুরে চার ঘণ্টায় ভোট পড়েছে ১৫ শতাংশ
কেন্দ্রের প্রিজাইডিং অফিসার শুভ্রত দাস বলেন, রাত ৯টার দিকে উপজেলার ৪২ নম্বর হানিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র প্রস্তুতের কাজ দেখভাল করছিলেন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা মোহাম্মদ নূর উদ্দিন।

রাত ৯টার দিকে তিনি বুকে তীব্র ব্যথা অনুভব করেন। কয়েকবার বমি করার পর চেতনা হারিয়ে ফেলেন। গুরুতর অসুস্থ অবস্থায় কয়েকজন সহকর্মী ও পরিবারের লোকজন মোহাম্মদ নূর উদ্দিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, সহকারী প্রিজাইডিং অফিসার নুর উদ্দিন এর মৃত্যুর পর রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন এই কেন্দ্রের জন্য নতুন সরকারি প্রিজাইডিং অফিসার হিসেবে নূর মোহাম্মদকে দায়িত্ব দিয়েছেন।

তিনি উপজেলার হাসিমপুর আহমদিয়া ছিদ্দিকিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক ।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

থানা থেকে যুবলীগ কর্মীর পলায়ন, ওসিসহ ৪ পুলিশ প্রত্যাহার

  ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি): চট্টগ্রামের লোহাগাড়া থানা থেকে হত্যাসহ একাধিক ...