সর্বশেষ সংবাদ
Home / সারাদেশ / ভালুকায় গ্লোরী কারখানা শ্রমিকদের ঢাকা -ময়মনসিংহ মহা সড়ক অবরোধ

ভালুকায় গ্লোরী কারখানা শ্রমিকদের ঢাকা -ময়মনসিংহ মহা সড়ক অবরোধ

 

মোঃ নাজমুল ইসলাম,ভালুকা :

বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে গতকাল বুধবার (১৪ আগস্ট) সকালে ময়মনসিংহের ভালুকার থানার মোড় এলাকায় প্রায় এক ঘন্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক আবরোধ করে রাখেন স্থানীয় গেøারী টেক্সটাইল অ্যাপারেলস্ নামক পোশাক কারখানার শমিকরা।

পরে, থানা পুলিশের মধ্যস্থতায় দাবির বিষয়ে আশ্বস্থ্য করা হলে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে যান।
সড়ক অবরোধকারী শ্রমিক, স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, ভালুকা পৌরসভার খারুয়ালী গজারীয়া খালপাড় এলাকায় অবস্থিত গেøৗরী টেক্সটাইল অ্যাপারেলস্ নামক পোশাক কারখানার বিভিন্ন সেকশনে নয় শতাধিক শ্রমিক কর্মরত।

তাদের মাঝে দেড় শতাধিক শ্রমিকের গত জুন মাসের বেতন বকেয়া রয়েছে। গত ৫ আগস্ট বেতন দেয়ার কথা থাকলেও তা পরিশোধ করা হয়নি। ফলে, বকেয়া বেতনসহ অন্যান্য দাবিতে তারা ভালুকা মডেল থানার মোড় এলাকায় এসে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন।

মহাসড়কে আসা শ্রমিকদের অভিযোগ, তাদের গত জুন মাসের বেতন এখনো বকেয়া রয়েছে। দেই দিচ্ছি করে তাদের বকেয়া বেতন দেয়া হচ্ছে না। তাছাড়া, কারখানা থেকে ছাটাই হওয়া অনেক শ্রমিকের পাওনা আজোও পরিশোধ করা হয়নি।

পাশাপাশি, কারখানায় শ্রমিকরা কথায় কথায় কর্তৃপক্ষের মারধরের শিকার হন। কাজেই বকেয়া পরিশোধ, ছাটাই হওয়া শ্রমিকদের পাওনাসহ কথায় কথায় মারধর বন্ধের দাবিতে মহাসড়রকে নেমেছেন তারা।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ কামাল আকন্দ সংবাদিকদের জানান, জুন মাসের বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছিলো গৌরী টেক্সটাইল অ্যাপারেলস্ নামক পোশাক কারখানার কিছু শ্রমিক। শ্রমিকদের জুন মাসের বকেয়া বেতন আগামী সোমবার (১৯ আগস্ট) এবং জুলাই মাসের বেতন আগামী ২৫ আগস্ট পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে যায়।

কারখানাটির সহকারী ম্যানেজার (এজিএম, অ্যাডমিন এন্ড এইচআর) মোহাম্বদ আল মামুন জানান, ব্যাঙ্কিং সমস্যার কারণে শ্রমিকদের বেতন দিতে একটু বিলম্ব হচ্ছে। আশা করছি, দু’চার দিনের মধ্যেই সমস্যার সমাধান হবে।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

জামালপুরে আন্তর্জাতিক নদী দিবস২০২৪ পালিত

সদর প্রতিনিধি জামালপুর: অদ্য ৫ অক্টোবর ২৪ জামালপুরে আন্তর্জাতিক নদী দিবস ২০২৪ ...