সর্বশেষ সংবাদ
Home / খেলাধুলা / ভারত বধে চেন্নাইতে প্রস্তুত হচ্ছে বাংলাদেশ
Oplus_0

ভারত বধে চেন্নাইতে প্রস্তুত হচ্ছে বাংলাদেশ

 

স্পোর্টস ডেস্ক:

আগেও ভারতের বিপক্ষে খেলেছিল বাংলাদেশ। তবে, এতটা সম্ভাবনা ও আত্মবিশ্বাস সঙ্গী ছিল না। পাকিস্তানকে তাদের মাটিতে দুই ম্যাচ টেস্ট সিরিজে ধবলধোলাই করার পর বাংলাদেশের আত্মবিশ্বাস তুঙ্গে।

পা অবশ্য মাটিতে রাখছেন নাজমুল হোসেন শান্তরা। পাকিস্তান ও ভারত, সম্পূর্ণ আলাদা দুটি দল। তা ভালো করেই জানে বাংলাদেশ। ভারতের মাটিতে পরীক্ষাটাও যে কঠিন হবে সেটাও বলার অপেক্ষা রাখে না।

দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলতে ইতোমধ্যে ভারত পৌঁছেছে বাংলাদেশ দল। প্রথম ম্যাচের ভেন্যু চেন্নাইয়ে গতকাল রোববার (১৫ সেপ্টেম্বর) পৌঁছায় লাল-সবুজের প্রতিনিধিরা। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু প্রথম টেস্ট। হাতে খুব বেশি সময় নেই। বসে নেই বাংলাদেশ দলও। অনুশীলন শুরু করেছে আজ থেকেই।

চেন্নাইয়ের এম.এ চিদাম্বরম স্টেডিয়ামে পুরো দল নিয়ে অনুশীলন শুরু করেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। ব্যাটাররা নেটে নিমগ্ন ব্যাটিংয়ে, বোলাররা নিবিড়ভাবে ঝালাই করছেন বল হাতে। প্রতি বিভাগের কোচেরা দিচ্ছেন নিদর্শন।

রোদ ঝলমল আকাশের নিচে বাংলার ক্রিকেটাররা তৈরি হচ্ছেন ওড়ার জন্য। ভারতকে তাদের মাটিতে টেস্টে হারিয়ে ইতিহাস গড়তে পারা তো আকাশে ওড়ার আনন্দই দেবে।

গতকাল দেশ ছাড়ার আগে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশ অধিনায়ক শান্ত বলেন, ‘এই সিরিজটা আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং হবে। তারা আমাদের থেকে র‌্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে। আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পাঁচদিন ভালো ক্রিকেট খেলা।

কারণ, বেশিরভাগ ম্যাচে শেষ দিনে গিয়ে ফলাফল হয়। শেষদিন পর্যন্ত খেলা নিতে পারলে আমাদের হয়তো একটা সুযোগ থাকবে। কোচের সঙ্গে কথা হয়েছে। সেখানে আমাদের যেহেতু অনুশীলন সেশন রয়েছে, তাই আশা করছি ভালো কিছুই হবে।’

 

About shakhawat khan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

২৮০ রানের বড় ব্যবধানে ভারতের কাছে হারলো বাংলাদেশ

  ক্রীড়া ডেস্ক: তৃতীয় দিনেই আঁচ পাওয়া গিয়েছিল পঞ্চম দিনে গড়াবে না ...