সর্বশেষ সংবাদ
Home / সারাদেশ / ব্রাহ্মণ্যবাড়িয়া আশুগঞ্জ টু আগরতলা ট্রানজিট রোডের বেহাল দশা

ব্রাহ্মণ্যবাড়িয়া আশুগঞ্জ টু আগরতলা ট্রানজিট রোডের বেহাল দশা

মোঃ ইউসুফ খান:

ইন্ডিয়ান FCON(এফকন)নামক কনস্ট্রাকশন ফার্ম কনট্রাক নিয়েছেন। আশুগঞ্জ, আগরতলা ট্রানজিট নামক রাস্তা নির্মাণাধীন কাজ,, আর এই রাস্তার কাজ করতে গিয়ে এ কোম্পানি ব্রাহ্মণবাড়িয়াবাসীকে করেছে অতিষ্টিত জন জীবন করে তুলেছে দুর্বিষহ, প্রতিদিন লেগে আছে যানজট।
পথ চলা যাত্রীগুলোর কষ্টের শেষ নেই,, ভাঙ্গা চুরা বেহাল অবস্থা এই রাস্তা হয়ে উঠেছে সাধারণ মানুষের মরণ ফাদ।প্রতিদিন লেগে আছে যান জট।এই রাস্তাটি দেখার যেন কেউ নেই।মানুষের ভোগান্তির পাশাপাশি গাড়ীচলাচলের অনুপযোগী হয়ে পরেছে।
একজন পথচারী বলেন আমার বয়স ৭৫ বছর সংগ্রামের আগ থেকে এই রাস্তায় দিয়ে চলাচল করি,আজ পযন্ত এরকম অবস্হায় রাস্তা কখনোই দেখিনি,শেখ হাসিনা ইন্ডিয়ান কোম্পানি কে রাস্তার কাজ দিয়ে ভুল করেছে।এদের কাজের গতি কম.।এদেরকে কাজ না দিয়ে বাংলাদেশের যে কনো কোম্পানি কে কাজ দিত তা হলে অনেক আগেই কাজ শেষ হয়ে যেত।
একজন,গাড়ীর চালক বললেন এই রাস্তায় গাড়ী চালালে গাড়ীর অনেক ক্ষয় ক্ষতি হয়,গাড়ীর কাজ করতে হয় বেশি বেশি,মালিকের লোকশান হয়্।
ঘাটুরা নামক স্হানটি এখন মরণ ফাদ বলে মনেকরেন,এলাকাবাসী প্রতিদিন ঘাটুরা ব্রিজের ডাইভারশন রোডটির করুন অবস্হা নিত্যদিন দুর্ঘটনা ঘটছেই এই নিয়ে কারো কোন মাথা ব্যাথা নেই। আমি গণমাধ্যমের দ্বারা আহবান করি সকল সরকারী কর্মচারী কর্মকর্তাগনকে যিনিরা সড়ক ভবন ও সও জন পদে অধয়নরত আছেন তিনিরা শিগগিরই একটা ব্যবস্হা নিয়ে ব্রাহ্মণবাড়ীয়া বাসীকে মুক্ত করবেন।। কবে যে এই অবস্থা আমাদের শেষ হয় এই দুর্ভোগ থেকে মুক্তি পায়। এ রাস্তাকে নরকের রাস্তা িহসাবে আখ্যায়িত করেন।।এবং ব্রাহ্মণবাড়িয়া শহরের অসংখ্য হসপিটাল রোগীগুলো যাতায়াতের অসুবিধা হচ্ছে, গর্ভবতী ও প্রসূতি মায়েদের যাতায়াত গুলো অনেক কষ্ট হচ্ছে।পথযাত্রীদের প্রত্যাশা এই রাস্তার কাজ যেন কবে শেষ হয়। এলাকাবাসী ও পথচারীরা,এবং যাত্রী গণের বিশেষ অনুরোধ অভ্যন্তরীণ সরকারের যেন রাস্তার প্রতি একটু নজর দেয়।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

জামালপুরে আন্তর্জাতিক নদী দিবস২০২৪ পালিত

সদর প্রতিনিধি জামালপুর: অদ্য ৫ অক্টোবর ২৪ জামালপুরে আন্তর্জাতিক নদী দিবস ২০২৪ ...