সর্বশেষ সংবাদ
Home / সারাদেশ / ব্রাক্ষণবাড়িয়া সরাইলে থাইল্যান্ড প্রবাসি খুন!

ব্রাক্ষণবাড়িয়া সরাইলে থাইল্যান্ড প্রবাসি খুন!

ব্রাহ্মণবাড়িয়া সরাইলে ২২ বছর পর দেশে এসে খুন হয়েছেন এক প্রবাসী চাচা। উপজেলা শাহাজাদাপুর ইউনিয়নের শাহজাদাপুর গ্রামের মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত প্রবাসীর নাম আব্দুর রহমান (৪০)। তিনি শাহজাদাপুর গ্রামের মধ্যপাড়ার মৃত করম আলীর পুত্র ও এবং গত ২২ বছর ধরে সপরিবারের থাইল্যান্ড প্রবাসী ছিলেন। স্থানীয় এলাকাবাসী ও নিহতের পারিবারিক সুত্রে জানা যায়, স্ত্রী ও দুই মেয়ে নিয়ে থাইল্যান্ডের নাগরিক হিসেবে বসবাস করেছিলেন নিহত আবদুর রহমান। ঘটনার এক মাস পূর্বে স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে থাইল্যান্ডে রেখে দেশ বেড়াতে আসেন তিনি। তার বড় ভাই জিতু রহমানের পুত্র মোবারক (২৪) গত ২০ ফেব্র“য়ারী একই গ্রামের মধ্যপাড়ার হাবিবুর রহমানের মেয়ে শারমিন আক্তারকে (২১) নিয়ে প্রেমঘটিত কারণে পালিয়ে যায়। এ ঘটনায় হাবিবুর রহমান ও তার লোকজন মোবারক ও তার আত্বীয় স্বজনের উপর সংক্ষুদ্ধ হয়ে তাদের দেখে নেওয়ার হুমকি দেয়। গত ২৭ ফেব্র“য়ারী রাত সাড়ে ১২টায় আব্দুর রহমান শাহজাদপুর বাজার নুরুল ইসলামের চায়ের দোকান থেকে টিভি দেখে বাড়ি ফিরে যাওয়ার পথে মধ্যপাড়া পুকুর পাড়ে পৌছঁলে হাবিবুর রহমান ও তার লোকজনের অতর্কিত হামলায় তিনি গুরুতর আহত হন। এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাক পপুলার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি গত ০৭ মার্চ দুপুর সাড়ে ১২টায় মারা যান। এ খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা দেখা দেয় এবং পুরো গ্রামে শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে সরাইল থানা পুলিশ ঘটনাস্থলে যায়। নিহত পরিবার ও এলাকাবাসীর সাথে কথা বলে আইনগত পদক্ষেপ গ্রহণ করেন। এ ব্যাপারে সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মফিজ উদ্দিন ভূইয়া চিকিৎসাধীন অবস্থায় আব্দুর রহমান নিহত হওয়ার সত্যতা স্বীকার করে বলেন উক্ত ঘটনার পর পর এ ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে এবং একজন আসামী গ্রেফতার রয়েছে। গতকাল দুপুরে আব্দুর রহমানের লাশের জানাজা সম্পন্ন হয়ে তাকে দাফন করা হয়। এলাকাবাসী এঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

জামালপুরে আন্তর্জাতিক নদী দিবস২০২৪ পালিত

সদর প্রতিনিধি জামালপুর: অদ্য ৫ অক্টোবর ২৪ জামালপুরে আন্তর্জাতিক নদী দিবস ২০২৪ ...