সর্বশেষ সংবাদ
Home / সাহিত্য / “ব্যর্থ পুরুষ”

“ব্যর্থ পুরুষ”

ডাঃ বাসুদেব পোদ্দার

গাড়ি বাড়ি অর্থ করি
নেই বলে আজ ব্যর্থ পুরুষ,
অর্থ সম্পদ অট্টালিকায়
সফল পুরুষ হারাচ্ছে হুশ।।

অর্থের গরম অহমিকা
দাম্ভিকতায় তুচ্ছ জ্ঞান,
উচু নিচু প্রভেদ সৃষ্টি
দেখিতে পাই রূঢ় আচরণ।।

ব্যর্থ পুরুষ অভাব সঙ্গী
পায়না কত প্রিয়ের মন,
অবহেলা অবজ্ঞার পাত্র
নেই বলে তার অর্থ ধন।।

ভালোবাসা বঞ্চিত যত্রতত্র
ঘৃণার পাত্র সেই যে পুরুষ,
তবুও মানবতা লালনের সদায়
করে না কভু মনুষ্যত্ব কলুষ।।

ব্যর্থ পুরুষ সরল হৃদয়
মূল্যহীন তার ভালোবাসা,
অর্থ দিয়েই দুঃখ কিনে
পরিণামে শূন্য আশা।।

ব্যর্থ পুরুষ স্বপ্ন আঁকে
কল্পনাতে ভেসে বেড়ায়,
সুখের স্বপ্নে বিভোর থাকে
দুঃখ নিয়েই জীবন হারায়।।

ব্যর্থ পুরুষ দুঃখ জমায়
এটম বোমের উপকরণ,
সকল দুখের বিস্ফোরণে
হারিয়ে যাবে মায়ার ভুবন।।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

“কবির দায়বদ্ধতা”

  ডাঃ বাসুদেব পোদ্দার কবি এই পৃথিবীর কাছে দায়বদ্ধ কবি দায়বদ্ধ সমাজের ...