সর্বশেষ সংবাদ
Home / শিক্ষা / বেরোবির প্রায় আড়াই হাজার শিক্ষার্থীর আইডি কার্ড নেই

বেরোবির প্রায় আড়াই হাজার শিক্ষার্থীর আইডি কার্ড নেই

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ২০১৫-১৬ এবং ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া প্রায় আড়াই হাজার শিক্ষার্থী পায়নি পরিচয়পত্র (আইডি কার্ড)। এতে অনেক ভোগান্তিতে পড়তে হয় এসব শিক্ষার্থীকে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ে ছয়টি অনুষদের অধীনে ২১টি বিভাগে ২০১৫-১৬ এবং ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীর সংখ্যা প্রায় আড়াই হাজার। ২০১৫-১৬ সেশনে ভর্তি হওয়া অনেক বিভাগের শিক্ষার্থীরা তৃতীয় বর্ষ এবং ২০১৬-১৭ সেশনে ভর্তি হওয়া শিক্ষার্থীরা দ্বিতীয় বর্ষে অধ্যায়ন করছে।

বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র (আইডি কার্ড) না পাওয়ায় বিভিন্ন সময় ভোগান্তির শিকার হতে হয় এসব শিক্ষার্থীকে। ক্যম্পাসের বাইরে নিজেকে শিক্ষার্থী হিসেবে পরিচয় দেওয়ার সময় পরিচয়পত্র (আইডি কার্ড) দেখাতে বললে তা দেখাতে পারে না শিক্ষার্থীরা। ফলে বিভিন্ন সময় হয়রানির শিকারও হচ্ছে এসব শিক্ষার্থী।

এদিকে বিশ্ববিদ্যালয়ের অষ্টম ও নবম ব্যাচের প্রায় আড়াই হাজার শিক্ষার্থীকে উপেক্ষা করে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের (দশম ব্যাচ) নবীন শিক্ষার্থীদের পরিচয়পত্র দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অথচ বিশ্ববিদ্যালয় জীবনের অর্ধেক সময় অতিবাহিত করেও পরিচয়পত্র না পাওয়া এসব শিক্ষার্থীর মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ।

মার্কেটিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী বায়েজিদ আহমেদ বলেন, ‘আমরা তৃতীয় বর্ষে পড়ছি অথচ এখনো আইডি কার্ড পাইনি। নানান প্রয়োজনে ক্যম্পাসের বাইরেও চলতে হয়। অনেক সময় পুলিশের চেকিং-এ পড়তে হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে পরিচয় দিলে আইডি কার্ড দেখাতে বলে। তখন দেখাতে না পারায় অনেক সময় হয়রানির শিকার হই।’

দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী রওনক জাহান খুশি বলেন, ‘অ্যাসাইনমেন্টসহ বিভিন্ন প্রয়োজনে তথ্যের জন্য অনেক অফিসে যেতে হয়। কিন্তু বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড দেখাতে না পারলে তারা সহজে তথ্য দিতে চায় না। ভুয়া মনে করে আমাদেরকে।’

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক গাজী মাজহারুল আনোয়ার বলেন, ‘আমার জানামতে যারা পায়নি তাদেরকে দ্রুত আইডি কার্ড দেয়া হবে।’

এ ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইব্রাহীম কবীর বলেন, ‘যারা পায়নি তাদের আইডি কার্ড প্রস্তুত করা হচ্ছে। অতি শিগগির তা দেয়া হবে।’

এ বিষয়ে জানার জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নাজমুল আহসান কলিমউল্লাহর মুঠোফোনে একাধিক বার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

ছাত্রলীগের কোনো কর্মসূচি ও কার্যক্রমের সঙ্গে আমার সম্পৃক্ততা ছিল না:ঢাবি শিবির সেক্রেটারি

  স্টাফ রিপোর্টার: ছাত্রলীগের কোনো কর্মসূচি ও কার্যক্রমের সঙ্গে আমার সম্পৃক্ততা ছিল ...