সর্বশেষ সংবাদ
Home / সারাদেশ / রাজশাহী বিভাগ / বিশ্ব মা দিবসে দিনাজপুরে মায়ের পা ধুয়ে সম্মান জানাল শিক্ষার্থীরা

বিশ্ব মা দিবসে দিনাজপুরে মায়ের পা ধুয়ে সম্মান জানাল শিক্ষার্থীরা

 

দিনাজপুর প্রতিনিধি:

‘মা’ পৃথিবীর মধুরতম ডাক। শৈশব থেকে আনন্দ-বেদনা-ভয় কিংবা উদ্দীপনা, প্রতিটি মানবিক অনুভূতিতে জড়িয়ে থাকে মায়ের নাম।

আজ পৃথিবীর সেই সকল মমতাময়ীর সম্মানে ‘বিশ্ব মা দিবস’। প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার বিশ্বব্যাপী বিশেষ মর্যাদায় পালিত হয় দিনটি।

মায়ের প্রতি এই সম্মান প্রদর্শনে আরও উদ্বুদ্ধ করতে দিনাজপুরের খানসামায় মায়েদের পা ধুয়ে সম্মান প্রদর্শন ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত করে বিশ্ব মা দিবস উদ্‌যাপন করল শিক্ষার্থীরা।

রোববার (১২ মে) সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে বিশ্ব মা দিবস-২০২৪ উপলক্ষে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজ উদ্দিন গণমাধ্যমকে বলেন, স্মার্ট দেশ গঠনে মায়েদের অংশগ্রহণ আরও দৃশ্যমান হোক এই প্রত্যাশা করি। এর ক্ষুদ্র প্রয়াস হিসেবে এই আয়োজন।

এ সময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

 

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

নওগাঁর ধামইরহাটে পরিকল্পনা প্রতিমন্ত্রী জাতীয় উদান আলতা দিঘী পরিদর্শন ওবৃক্ষ রোপণ

ধামইরহাট ( নওগাঁ) প্রতিনিধি :   নওগাঁর ধামইরহাটে ১৭ ই জুলাই বিকেলে ...