সর্বশেষ সংবাদ
Home / খেলাধুলা / বাবর-ওমরজাইয়ের ব্যাটে রংপুরের প্রথম জয়

বাবর-ওমরজাইয়ের ব্যাটে রংপুরের প্রথম জয়

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে এসেই রংপুর রাইডার্সকে জয় উপহার দিলেন বাবর আজম। পাকিস্তানের সাবেক এই অধিনায়ক রংপুরের হয়ে ওপেনিংয়ে ব্যাটিংয়ে নেমে ইনিংসের শেষ বল পর্যন্ত খেলে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন।

বিপিএলের চলমান ১০ম আসরে দ্বিতীয় ম্যাচে প্রথম জয় পেল রংপুর। এর আগে নিজেদের প্রথম ম্যাচে বরিশালের বিপক্ষে ৫ উইকেটে হেরে যায় সাবেক চ্যাম্পিয়নরা।

সিলেট সুপারস্টার্সের বিপক্ষে ১২১ রানের মামুলি স্কোর তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় রংপুর রাইডার্স। ৬.৬ ওভারে দলীয় ৩৯ রানেই রংপুর হারায় প্রথম সারির ৬ ব্যাটসম্যানের উইকেট।

একের পর এক সাজঘরে ফেরেন ওপেনার রনি তালুকদার, তিন, চার, পাঁচ, ছয় ও সাত নম্বর পজিশনে ব্যাটিংয়ে নামা ব্রান্ডন কিং, অধিনায়ক নুরুল হাসান সোহান, শামিম হোসেন ও আফগান তারকা মোহাম্মদ নবি।

ব্যাটসম্যানদের এই আসা-যাওয়ার মিছিলে ব্যতিক্রম ছিলেন আরেক ওপেনার বাবর আজম। তিনি উইকেটের এক প্রান্ত আগলে রাখেন। ৩৯ রানে ৬ ব্যাটসম্যানের বিদায়ের পর সপ্তম উইকেট আফগান তারকা আজমতউল্লাহকে সঙ্গে নিয়ে দায়িত্বশীল জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন বাবর আজম।

দলের জয়ে ৪৯ বলে ৬টি বাউন্ডারির সাহায্যে ৫৬ রান করে অপরাজিত থাকেন বাবর আজম। আট নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে ৩৫ বলে দুটি চার আর ৩টি ছক্কার সাহায্যে ৪৭ রানের অনবদ্য ইনিংস খেলেন আজমতউল্লাহ ওমরজাই।

সোমবার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে আগে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ১২০ রান করে সিলেট স্টাইকার্স। দলের হয়ে ৩৭ রান করে করেন বেনি হাওয়েল ও বেন কাটিং।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

বাফুফে সভাপতির পদে তরফদার-তাবিথ নাকি ইমরুল?

  নিজস্ব প্রতিবেদক: ফুটবলের প্রতি দেশের মানুষের যত আশা ও আবেগ, তা ...