সর্বশেষ সংবাদ
Home / সারাদেশ / সিলেট বিভাগ / বানিয়াচংয়ে উপজেলা নির্বাচনে ইকবাল হোসেন খান চেয়ারম্যান নির্বাচিত

বানিয়াচংয়ে উপজেলা নির্বাচনে ইকবাল হোসেন খান চেয়ারম্যান নির্বাচিত

 

বানিয়াচং প্রতিনিধিঃ

হবিগঞ্জের বানিয়াচংয়ে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যানসহ তিন পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়েছে।

বুধবার (০৮ মে) রাত ১১টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে এই ফলাফল বিবরণী ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান এসময় উপস্থিত ছিলেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ সৈয়দ কামাল হোসেন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ এনামুল হক, প্রমুখ।

বেসরকারিভাবে ঘোষিত ফলাফল অনুযায়ী সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন খান (আনারস) প্রতীকে ৪২ হাজার ৮ শ ২৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ আবুল কাশেম চৌধুরী (মোটরসাইকেল) প্রতীক ৩১ হাজার ৭শ ৭২ভোট।বীর মুক্তিযোদ্ধা মোঃ আমীর হোসেন মাস্টার (ঘোড়া) প্রতীক ১৪হাজার ২শ ২৩ ভোট পেয়েছেন।

ভাইস চেয়ারম্যান পদে আশরাফ হোসেন সুমন(চশমা) ২৬২৯২ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী আসিক মিয়া (তালা) ১৪৪২৭ভোট পেয়েছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে জাহানারা আক্তার বিউটি (প্রজাপতি) ৪৫৬৮৪ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মুক্তা রাণী দাস (ফুটবল) ৩৬৮৩৮ ভোট পেয়েছেন। বানিয়াচং উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৭৮ হাজার ৯০৮ জন। বানিয়াচং উপজেলায় ভোটার সংখ্যা থাকলেও কেন্দ্রে ভোটার উপস্থিতি খুবই কম ছিলো।

উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোঃ হাবিবুরর রহমান বলেন, নির্বাচনে আচরণবিধি প্রতি পালনে, পুলিশ, বিজিবি,র‌্যাবসহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে কাজ করছে। এবং শান্তিপূর্ণ ভাবেই চলছে নির্বাচনী প্রচারণা।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

শাবিপ্রবি : ছাত্রলীগ নেতাদের রুম থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার

  ডেস্ক নিউজ: কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি ...