সর্বশেষ সংবাদ
Home / Uncategorized / বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে রাখার হুমকি দিলেন অমিত শাহ
Oplus_0

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে রাখার হুমকি দিলেন অমিত শাহ

 

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অশিত শাহ। ফাইল ছবি
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিটি বাংলাদেশি অনুপ্রবেশকারীকে ‘সোজা করার’ হুমকি দিয়ে বলেছেন ধরা পড়লে তাদের উল্টো করে ঝুলিয়ে রাখা হবে।

গত শুক্রবার (২০ সেপ্টেম্বর) ঝাড়খন্ড রাজ্যের সাহেবগঞ্জ জেলায় এক নির্বাচনি জনসভায় দেওয়া বক্তব্যে রাজ্যটিতে ভারতীয় জনতা পার্টি সরকার গঠনের পর বাংলাদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার এমন হুঁশিয়ারি দেন প্রভাবশালী এই নেতা। খবর দ্য টেলিগ্রাফ অনলাইনের।

অমিত শাহ বলেন, ‘আমি সবার কাছে ঝাড়খন্ডে বিজেপি নেতৃত্বাধীন সরকার গঠনের আবেদন জানাচ্ছি। আমরা প্রতিটি বাংলাদেশি নাগরিককে উল্টো করে ঝুলিয়ে রেখে একেবারে সোজা করে দেবো।’

অমিত শাহ সাঁওতাল পরগনায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনসংখ্যা হ্রাস পাওয়া এবং বাংলাদেশি অনুপ্রবেশকারী জনসংখ্যার ক্রমবর্ধমান হার সম্পর্কে বলতে গিয়ে এ হুঁশিয়ারি দেন। তিনি বলেন, ‘এই ভূখণ্ডের মালিক নৃগোষ্ঠীর লোকজন, তবে অনুপ্রবেশকারীদের সংখ্যা বাড়ছে। নৃগোষ্ঠীর জনসংখ্যা ৪৪ শতাংশ থেকে ২৮ শতাংশে নেমে গেছে।’

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ থেকে অনুপ্রবেশের ঘটনা তদন্ত করতে একটি কমিটি গঠনের নির্দেশ দেওয়ায় আমি ঝাড়খন্ড হাইকোর্টকে ধন্যবাদ দিতে চাই।’

হারমান্ত সোরেনের নেতৃত্বাধীন জোট সরকারকে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত হিসেবে অভিযুক্ত করে অমিত শাহ বলেন, ‘এই রাজ্য সরকার দুর্নীতি ছাড়া আর কিঝুই করতে পারেনি। এই রাজ্য সরকার ভারতের সবচেয়ে দুর্নীতিপরায়ণ সরকার।’

 

About shakhawat khan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

নওগাঁয় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত যুবক!

ইখতিয়ার উদ্দীন আজাদ, নওগাঁ: নওগাঁর নজিপুর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের সুজাইল মোড় সংলগ্ন এলাকায় ...