সর্বশেষ সংবাদ
Home / প্রচ্ছদ / বরিশালের ২ টি আসন ও বরগুনার ১ টি আসন হতে সরে দাঁড়িয়েছেন জাতীয় পার্টির ২ প্রাথী

বরিশালের ২ টি আসন ও বরগুনার ১ টি আসন হতে সরে দাঁড়িয়েছেন জাতীয় পার্টির ২ প্রাথী

মো:মোস্তফা কামাল, বরিশাল সদর প্রতিনিধি: বরিশাল-২(বানারিপাড়া-উজিপুর) ও বারিশাল-৫(সদর) আসনের প্রাথী প্রকৌশলী ইকবাল হোসেন তাপস এবং বড়গুনা-১(আমতলি- তালতলী) আসনের জাতীয় পার্টির প্রাথী খলিলুর রহমান।রোববার সারে ১১ টায় বরিশাল নগরীর একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতীয় নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির চেয়ারমানের উপদেষ্টা জনাব ইকবাল হোসেন তাপস বলেন- নির্বাচন কমিশন সুস্থ নির্বাচন উপহার দিতে বদ্ধ পরিহার। কিন্তু তাদের আচরণে মনে হচ্ছে তারা সরকার কর্তৃক নিয়ন্ত্রিত। সরকার কিছু দলকে উপহার( ঘুষ) দিয়ে নির্বাচনী বৈতরনি পার হতে চায়।

তিনি বলেন- প্রতিক বরাদ্দের পর নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে দেখসি ভোটারা ভাগাভাগীর নির্বাচনে আগ্রহী নয়।যে নির্বাচনে জনগণের সংশ্লীস্টতা নাই, কারা নির্বাচিত হবে তা আগে থেকে ঠিক করা, শুধু ঘোষণার অপেক্ষা মার্ত্র। সব কিছু বিবেচনা করে আমার মনে হচ্ছে ৭ জানুয়ারি প্রহসনের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাই প্রহসনের এই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন তারা।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

পাহাড়ে শান্তি ফেরাতে নতুনধারার আহবান

স্টাফ রিপোর্টার: পাহাড়ে চলমান আন্দোলনকে ঘিরে একের পর অনাকাঙ্খিত ঘটনায় উদ্বেগ প্রকাশ ...