সর্বশেষ সংবাদ
Home / সারাদেশ / বগুড়াতে ধুমধাম করে পালন ক্যাতায়নী পূজা।

বগুড়াতে ধুমধাম করে পালন ক্যাতায়নী পূজা।

বগুড়ার শিবগঞ্জ উপজেলা দৌলি ইউনিয়নে ২ নভেম্বর ২০১৯ তারিখে ষষ্ঠী পূজার মাধ্যমে বেশ কয়েকটি মন্দিরে ক্যাতায়নী পূজা শুরু হয়। ৭ নভেম্বর ২০১৯ তারিখে দশমীর আয়োজনে শেষ হয় সনাতন ধর্মাবলম্বীর ক্যাতায়নী পূজা।

দূর্গাপূজার একমাস পর বগুড়ার বিভিন্ন স্থানে ধুমধাম করে ক্যাতায়নী পূজা করে আসছে সনাতন ধর্মালম্বীরা।আরও জানা যায় পঞ্জিকা অনুসারে কাত্তিক মাসের শুক্লা নবমী তিথিতে দেবী জগদ্ধাত্রী বা ক্যাতায়নী পূজাটি করা হয়।

উপমহাদেশের মধ্যে ৬৯ বছর আগে ক্যাতায়নী পূজা শুরুটা হয় মাগুরা শহরের পারনান্দুয়ালী এলাকায় জনৈক সতিশ মাঝির আয়োজনে। প্রথম দিকে তার একক আয়োজন এবং নির্দিষ্ট গোত্র কেন্দ্রিক এই পূজা থাকলেও কালক্রমে এটি জনপ্রিয়তা পায়। ধর্মীয় আনুষ্টিকতার সাথে সাথে সার্বজনীন একটি উৎসবে পরিনত হয়ে এসেছে।

ক্যাতায়নী দেবীর সন্তুষ্টির জন্য এই পূজার আয়োজন হলেও মূলত এটি বিপুল আকারে জনপ্রিয় হয়ে উঠেছে সবধরনের মানুষের কাছে। প্রতি বছর বৈচিত্রময় থাকে মন্দির গুলোতে সাজসজ্জায়। এবারও তার ব্যতিক্রম নয়।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

জামালপুরে আন্তর্জাতিক নদী দিবস২০২৪ পালিত

সদর প্রতিনিধি জামালপুর: অদ্য ৫ অক্টোবর ২৪ জামালপুরে আন্তর্জাতিক নদী দিবস ২০২৪ ...