সর্বশেষ সংবাদ
Home / খেলাধুলা / ফের লিটনের সমালোচনা করলেন ওয়াসিম

ফের লিটনের সমালোচনা করলেন ওয়াসিম

স্পোর্টস ডেস্ক : জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করছিল বাংলাদেশ। এরপর থেকে যেন নিজেদের হারিয়ে খুঁজছে টাইগাররা। কোন ম্যাচেই ব্যাটিং ইউনিটের সবাই নিজেদের মেলে ধরতে পারেনি। সবশেষ ভারতের বিপক্ষে ম্যাচেও দেখা গিয়েছে একই চিত্র। ভাল শুরুর পরেও বাংলাদেশের স্কোর আশানুরূপ হয় নাই।

ভারতের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের দুই ওপেনারই পেয়েছিলেন অর্ধশতকের। ম্যাচ শেষে অধিনায়ক শান্তর চোখে বড় স্কোর না হওয়ার পেছনে দায়ী তারাই। দুজন আরও কিছুটা সময় উইকেটে থাকতে পারলে রান আরও বাড়তো বলে মন্তব্য তার।

তবে ওয়াসিম আকরামের চোখে দায়টা কেবলই লিটন দাসের। সিনিয়র এই ক্রিকেটারের আউট হওয়ার ধরণ একেবারেই ভাল লাগেনি পাকিস্তানের কিংবদন্তি পেসারের। ৬৬ রান করা লিটনের এমন শটের সমালোচনা করেছেন ওয়াসিম। তিনি বলেন, ‘তরুণেরা তো সিনিয়রদের দেখেই শিখবে। লিটন দাস অনেক দিন ধরেই খেলছে। সে বাংলাদেশ দলের অন্যতম সিনিয়র খেলোয়াড়। কিন্তু সে যে সময় আউট হয়েছে, যে শট খেলে আউট হয়েছে, সেটার কোনো দরকারই ছিল না। পরিস্থিতিও অমন শট খেলার উপযোগী ছিল না। তার উচিত ছিল অমন শট না খেলে দেখে শুনে ব্যাটিং করে যাওয়া।’

লিটনকে নিয়ে ওয়াসিমের এমন সমালোচনা অবশ্য এবারই প্রথম না। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম বলেই লিটনের আউট হওয়া নিয়েও প্রশ্ন তুলেছিলেন ওয়াসিম। নিউজিল্যান্ড ম্যাচের পর ওয়াসিম ছিল তার গেইম রিডিং অ্যাবিলিটি নিয়ে। তিনি বলেন, ‘লিটন দাস অনেকদিন ধরে খেলছে। সে এখন আর তরুণ নয়। বুঝতে পারলাম, বলটা বাজে ছিল। ন্যাচারালি শটটা চলে এসেছে। তবে এটা ৫০ ওভারের ম্যাচ। ফাইন লেগ পেছনে থাকলে সিঙ্গেল নাও। এসব কি আমাদের বলতে হবে?’

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

বাফুফে সভাপতির পদে তরফদার-তাবিথ নাকি ইমরুল?

  নিজস্ব প্রতিবেদক: ফুটবলের প্রতি দেশের মানুষের যত আশা ও আবেগ, তা ...