সর্বশেষ সংবাদ
Home / সারাদেশ / ফুলবাড়ী ট্রাজেডি দিবস আজ

ফুলবাড়ী ট্রাজেডি দিবস আজ

মোঃ জাহাঙ্গীর আলম  ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি:
আজ ২৬ আগস্ট, ফুলবাড়ী ট্রাজেডি দিবস। ২০০৬ সালের এই দিনে দিনাজপুরের ফুলবাড়ীতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তলন না করা, এশিয়া এনার্জির বিরুদ্ধে প্রতিবাদ ও দেশের সম্পদ রক্ষার এই আন্দোলনে সেদিন গোটা ফুলবাড়ী ও পাশ্ববর্তী উপজেলার সাধারণ জনগন ফুলবাড়ীর রাজপথে সমবেত হয়ে বিশাল সমাবেশে প্রতিবাদ জানাতে থাকেন, জনগনের শান্তিপুর্ন সমাবেশে আকর্ষিকভাবে আক্রমণ করেন ও গুলিচালান তৎকালীন সময়ের বিডিআর সহ অন্যান প্রশাসন।  সেদিন তৎকালীন বিডিআরের গুলিতে নিহত হয়েছিলেন তরিকুল, আমিন ও সালেকিন নামের তিন তরুন। আহত হন ২ শতাধিক আন্দোলনকারী। প্রতিবছর এই দিনটিকে ‘ফুলবাড়ী ট্রাজেডি দিবস’ হিসেবে পালন করা হয়। ফুলবাড়ীতে কয়লা খনির সম্ভাব্যতা যাচাইয়ের জন্য অস্ট্রেলিয়ার সংস্থা বিএইচপি’র সঙ্গে ১৯৯৪ সালে চুক্তি হয় তৎকালীন বিএনপি জামাত জোট সরকারের। পরে এশিয়া এনার্জির সঙ্গে সরকার ৩০ বছর মেয়াদী একটি অসম চুক্তি করে। প্রস্তাবিত ওই চুক্তি অনুযায়ী, উত্তোলিত কয়লার মাত্র ৬ শতাংশ পাবে বাংলাদেশ, ৯৪ শতাংশ পাবে এশিয়া এনার্জি, যার ৮০ শতাংশ এশিয়া এনার্জি রপ্তানি করবে। প্রস্তাবিত কয়লাখনি হলে পুরো ফুলবাড়ী শহরসহ আশপাশের কয়েকটি উপজেলা ক্ষতিগ্রস্ত হবে। পানির স্তর নিচে নেমে গেলে কৃষিতে এর প্রভাব পড়বে, হুমকির মুখে পড়বে গোটা পরিবেশ। ফলে বিশাল একটি জনবসতি ’স্থানান্তরিত হবে। উত্তরাঞ্চল মরুভূমিতে রূপ নেবে পরিবেশবাদীদের এমন হুঁশিয়ারিতে গঠিত হয় ‘ফুলবাড়ী রক্ষা কমিটি’। পরবর্তীতে জাতীয় তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা কমিটির নেতারা এই আন্দোলনে যোগ দেন। বিকেলের দিকে ফুলবাড়ী শহরের নিমতলা এলাকায় সভায় যোগ দেন প্রায় ৫০ হাজার মানুষ। সমাবেশের পর মিছিল নিয়ে উপজেলার ঢাকা মোড় থেকে এশিয়া এনার্জির কার্যালয় ঘেরাও করতে গেলে তৎকালীন বিডিআর গুলি চালায়। এতে ৩ জন নিহত ও ২০০’র বেশি আন্দোলনকারী আহত হন। এরপর প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে ফুলবাড়ী। অবরুদ্ধ হয়ে পড়ে ফুলবাড়ীসহ আশেপাশের উপজেলা। ৩০ আগস্ট তৎকালীন বিএনপি জামাত জোট সরকারের সঙ্গে আলোচনায় বসেন আন্দোলনের নেতারা। আলোচনায় আন্দোলনকারীদের ৬ দফা প্রস্তাব মেনে নেওয়া হয়। প্রস্তাবগুলোর মধ্যে এশিয়া এনার্জিকে দেশ থেকে বহিষ্কার করতে হবে এবং দেশের কোথাও উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন করা যাবে না- এমন আরো দাবি। কিন্তু পরবর্তীতে বিএনপি জামাত জোট সরকার এবিষয়ে আর কোনো গুরুত্বই দেননি।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

জামালপুরে আন্তর্জাতিক নদী দিবস২০২৪ পালিত

সদর প্রতিনিধি জামালপুর: অদ্য ৫ অক্টোবর ২৪ জামালপুরে আন্তর্জাতিক নদী দিবস ২০২৪ ...