সর্বশেষ সংবাদ
Home / রাজনীতি / প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ১৪ দল নেতারা

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ১৪ দল নেতারা

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে ১৪ দলীয় জোটের শরিক নেতাদের বৈঠক চলছে।

৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় গণভবনে এ বৈঠক শুরু হয়।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে জোটগত নির্বাচন নিয়ে আলোচনা হবে বৈঠকে। জোটের শরিকরা কয়টি আসন পেতে পারে সেই বিষয়েও আলোচনা হবে বলে বৈঠক শুরুর আগে জানিয়েছেন শরিক দল গুলোর কয়েকজন নেতা।

বৈঠক শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিফ্রিং করবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান জাহিদ তুষার।

তিনি বলেন, ১৪ দলের মিটিং শেষে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে বিফ্রিং করবেন দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

আগামী সংসদ নির্বাচনে অংশ নেবে আওয়ামী লীগ: হানিফ

  সদরুল আইন: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ...