সর্বশেষ সংবাদ
Home / Uncategorized / প্রতারণার অভিযোগে চ্যানেল আইয়ের শাইখ সিরাজের বিরুদ্ধে মামলা
Oplus_0

প্রতারণার অভিযোগে চ্যানেল আইয়ের শাইখ সিরাজের বিরুদ্ধে মামলা

 

আদালত প্রতিবেদক:

প্রতারণতার অভিযোগে চ্যানেল আইয়ের বার্তা প্রধান শাইখ সিরাজসহ পাঁচ জনের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা দায়ের করা হয়েছে।

আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হকের আদালতে মামলার আবেদন করেন উপস্থাপিকা ফারজানা ব্রাউনিয়া।

আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে অভিযোগের বিষয়ে তদন্ত করে সিআইডিকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

আদালতের সহকারী বেঞ্চ সহকারী রিপন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামলায় জহিরউদ্দিন মাহমুদ মামুন, মুকিত মজুমদার বাবু, আব্দুর রশিদ মজুমদার পাভেল ও রিয়াজ আহমেদ খানকে আসামি করা হয়েছে।

বাদী এজাহারে বলেছেন, বাদী চ্যানেল আইতে ম্যানেজার মার্কেটিং (ইভেন্ট) পদে মাসিক এক লাখ টাকা বেতনে চাকরিতে যোগ দেন। তিনি সুনামের সঙ্গে ২০১৪ সাল থেকে স্বর্ণ কিশোরী নামে একটি অনুষ্ঠান উপস্থাপনা ও পরিচালনা করে আসছিলেন।

২০১৮ সালে কোটা আন্দোলনে ছাত্রছাত্রীদের পক্ষে কথা বলায় তাকে বিনা নোটিশে প্রতিষ্ঠানটিতে নিষিদ্ধ করা হয়। এরপর তিনি মৌখিকভাবে প্রতিবাদ জানালে আসামিরা জানান, যতদিন পর্যন্ত তাকে লিখিতভাবে বরখাস্ত না করা হচ্ছে ততদিন পর্যন্ত তিনি মাসিক ভিত্তিতে মজুরি পাবেন।

সেই হিসাবে ২০১৮ সালের অক্টোবর থেকে ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত মোট ৭৯ লাখ টাকা মজুরি বাবদ পাওনা হকদার।

পাওনা টাকার জন্য আইনজীবীর মাধ্যমে লিগ্যাল নোটিশ পাঠানো হলে আসামিরা তার কোনো জবাব না দিয়ে বাদীকে হুমকি দেন এবং তার কাছে ৫০ কোটি টাকা চাঁদা দাবি করেন।

About shakhawat khan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

নওগাঁয় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত যুবক!

ইখতিয়ার উদ্দীন আজাদ, নওগাঁ: নওগাঁর নজিপুর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের সুজাইল মোড় সংলগ্ন এলাকায় ...