সর্বশেষ সংবাদ
Home / অন্যান্য / পুলিশ হয়রানির প্রতিবাদে চালকদের সড়ক অবরোধ

পুলিশ হয়রানির প্রতিবাদে চালকদের সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার

পঞ্চগড়ের তেঁতুলিয়া হাইওয়ে পুলিশ মামলার নামে হয়রানি ও গাড়ি আটক করে থানায় নেয়ার প্রতিবাদে, মহাসড়ক অবরোধ করেছে মাইক্রোবাস চালকরা।মঙ্গলবার (১১ জুন) বিকাল ৬ টায় পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের ভজনপুর বাজারে এ অবরোধ পালন করে।এতে দুই পাশের সড়কে আটকা পড়ে শতশত গাড়ি ও পথচারী।সন্ধ্যা ৭ টায় শ্রমিক ইউনিয়নের আশ্বাসে অবরোধ তুলে নেয় তারা।

মাইক্রোবাস চালকরা জানায়,তেঁতুলিয়া থেকে পঞ্চগড়ে আসা যাওয়াতে যত সমস্যা।অন্য জায়গায় গেলে কোন সমস্যা নাই।কাগজ নাই পুলিশ মামলা দিবে ঠিক আছে কিন্তু গাড়ি আটক করে থানায় নিয়ে যায়।এতে আমরাসহ রোগি বা দুরের যাত্রীরাও হয়রানির স্বীকার হয়।টাকা কাছে না থাকলে মামলা ভাঙ্গানোর সময়টাতো দিতে হবে।

জেলা বাস মিনিবাস মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি বদরুল আলম জানান,পুলিশ গাড়ি আটকাবে, মামলা দিবে এটা স্বাভাবিক।তারপরও মানবিকতা দেখায় পুলিশ।তবে যে গাড়িটা আটকানো হয়েছে সেটা আক্রোস মুলক মনে হচ্ছে।
তেঁতুলিয়া হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ জাকের হোসেন মোল্লা জানান, সরকারি নির্দেশনা আছে ঈদে ঘরমুখো মানুষ যেন নিরাপদে বাড়ি ফিরতে পারে।

এজন্য যানজটমুক্ত ও নিরাপদ সড়ক রাখতে ফিটনেসহীন গাড়ির বিষয়ে অভিযান পরিচালনা হচ্ছে।তার জন্য একটি গাড়িকে মামলা দেওয়ায় সড়ক অবরোধ করছিল চালকরা।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

মাদারীপুরে সরকারি চাকরি থেকে কোটা বাতিলের দাবিতে সড়ক অবরোধ

কাজল খান – মাদারীপুর জেলা প্রতিনিধি:: সরকারি চাকরি থেকে কোটা ব্যবস্থা বাতিলের ...