সর্বশেষ সংবাদ
Home / কৃষি / পার্বতীপুরে নিরাপদ সব্জি উৎপাদন প্রযুক্তি প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত

পার্বতীপুরে নিরাপদ সব্জি উৎপাদন প্রযুক্তি প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে জাতীয় কৃষি প্রযুক্তি প্রকল্প (NATP-2) ২০১৭-১৮ এর আওতায় ফেরোমোন ফাঁদ ব্যবহারের মাধ্যমে নিরাপদ সব্জি উৎপাদন প্রযুক্তি প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার বিকেলে ৩নং রামপুর ইউনিয়নের তুলশিপুকুর জমিরহাট এলাকায় এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা আবু ফাত্তাহ মোঃ রওশন কবীর এর সভাপতিত্বে ও উপ-সহকারী কর্মকর্তা মাহাবুবার রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন শাহী। এসময় অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আরিফ আফজাল, উপ-সহকারী কর্মকর্তা মঞ্জুআরা বেগম, খামার মালিক শাহীনুর রহমানসহ আরো অনেকে।

এসময় শাহীনুর রহমান বলেন, আমরা যে ফুলকপি আবাদ করেছি তা সম্পূর্ন ভাবে কীটনাশক মুক্ত। সেক্স ফেরোমোন ফাঁদ ব্যবহারের মাধ্যমে আমরা যে অধিক পরিমান ফসল উৎপাদন করতে সক্ষম হয়েছি পূর্বে কীটনাশক ব্যবহার করেও তা পাইনি। পাশাপাশি এটি সম্পূর্নরুপে স্বাস্থ্যসম্মত ও নিরাপদ ।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

শেরপুরের শ্রীবরদীতে মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় কৃষি মাঠ দিবস অনুষ্ঠিত

শেরপুর প্রতিনিধি “কৃষিই সমৃদ্ধি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে ২০২৩-২৪ অর্থ ...