সর্বশেষ সংবাদ
Home / খেলাধুলা / ‘পাকিস্তানি বোলারদের বাচ্চাদের মতো পিটিয়েছে ভারত’

‘পাকিস্তানি বোলারদের বাচ্চাদের মতো পিটিয়েছে ভারত’

স্পোর্টস ডেস্ক : এশিয়ার দুই প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান লড়াইকে ‘মহারণ’ বলা হলেও বিষয়টা ভীষণ একপেশে। ওয়ানডে বিশ্বকাপে এখন পর্যন্ত আটবার মুখোমুখি হয়েছে দুই দল। আটবারই জয় পেয়েছে ভারত। গতকালের ম্যাচ শেষে পাক ক্রিকেটারদের সমালোচনা করেছেন দেশটির সাবেক কিংবদন্তি পেসার শোয়েব আখতার।

১৫৫ রানে ২ উইকেট থেকে ১৯১ রানে অলআউট বাবর আজমরা। অন্যদিকে পাকিস্তানি বোলারদের বেধড়ক পিটিয়েছেন রোহিত শর্মা। তাই শোয়েব আখতার মনে করছেন, পাকিস্তানি বোলারদের ‘বাচ্চাদের মতো’ মেরে প্রতিশোধ নিয়েছেন রোহিত।

নিজের ইউটিউব চ্যানেলে টিম ভারতের অধিনায়কের প্রশংসা করে শোয়েব বলেন, ‘রোহিত শর্মা যে ইনিংসটা খেলেছে, আসলে ও পাকিস্তানকে অপমান করেছে। গত দুই তিন বছর ওকে যেভাবে আউট করা হয়েছে, রোহিত তার প্রতিশোধ নিয়েছে। পাকিস্তান কী ভেবেছিল চারজন ব্যাটসম্যান নিয়ে, কোনো মিডল অর্ডার, স্পিনার না নিয়ে তারা ভারতের মতো দলকে হারাবে। এটা অসম্ভব।’

দুই দলের ব্যাটারদের মধ্যে পার্থক্য নিয়ে শোয়েব বলেন, ‘আমাদের ব্যাটসম্যান ও ভারতের ব্যাটসম্যানদের মধ্যে আকাশ-পাতাল ব্যবধান। পাকিস্তানের বোলারদের আজকে ভারত বাচ্চাদের মতো পিটিয়েছে। যেটা আমি দেখতে পারিনি।’

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

বাফুফে সভাপতির পদে তরফদার-তাবিথ নাকি ইমরুল?

  নিজস্ব প্রতিবেদক: ফুটবলের প্রতি দেশের মানুষের যত আশা ও আবেগ, তা ...