সর্বশেষ সংবাদ
Home / সারাদেশ / পবিপ্রবির নতুন ছাত্র বিষয়ক উপদেষ্টা হলেন ড. মোঃ জিল্লুর রহমান 

পবিপ্রবির নতুন ছাত্র বিষয়ক উপদেষ্টা হলেন ড. মোঃ জিল্লুর রহমান 

পবিপ্রবি প্রতিনিধি,
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(পবিপ্রবি) নতুন ছাত্র বিষয়ক উপদেষ্টা(ডিএসডব্লিউ) হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন ব্যবসায় প্রশাসন অনুষদের ল্যাংগুয়েজ এন্ড কমিউনিকেশন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: জিল্লুর রহমান।
বৃহস্পতিবার(০৮ আগস্ট) রেজিস্ট্রার প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।
এই অফিস আদেশে ধন্যবাদ জ্ঞাপন করা হয় এতদিন ছাত্র বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা প্রফেসর এবিএম মাহমুদ মোর্শেদ খান কে।
নতুন দায়িত্বপ্রাপ্তি প্রসঙ্গে ড. মোঃ জিল্লুর রহমান বলেন, “আমি মনে করি বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলমান। তার এক জন সক্রিয় সদস্য হিসেবে প্রিয় ছাত্রছাত্রীদের সাথে নিয়ে আমার সর্বোচ্চ মেধা ও শ্রম দিয়ে বিশ্ববিদ্যালয়কে একটি মডেল প্রতিষ্ঠানে পরিণত করতে চাই। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের ছাত্র- ছাত্রীদের মৌলিক সমস্যাসমূহ চিহ্নিতকরণ ও তার সমাধান এবং সকল প্রকার বৈষম্য ও নিপীড়ণমূলক কর্মকান্ডের অবসান ঘটানোর কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে আমার প্রধান কাজ।”

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

জামালপুরে আন্তর্জাতিক নদী দিবস২০২৪ পালিত

সদর প্রতিনিধি জামালপুর: অদ্য ৫ অক্টোবর ২৪ জামালপুরে আন্তর্জাতিক নদী দিবস ২০২৪ ...