সর্বশেষ সংবাদ
Home / সারাদেশ / ঢাকা বিভাগ / পদ্মার দক্ষিণ পারে মর্মান্তিক বাস দুর্ঘটনায় ১৯ জন নিহত।  

পদ্মার দক্ষিণ পারে মর্মান্তিক বাস দুর্ঘটনায় ১৯ জন নিহত।  

কাজল খান, মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর শিবচরে পদ্মার দক্ষিণ পারে সিমানা নামক স্থানে সকাল আনুমানিক ৮টার দিকে এক মর্মান্তিক বাস দুর্ঘটনা ঘটে,  বাসটির সামনের দিকের সিটের যাত্রীদের বেশির ভাগই মারা গেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ফরিদপুর জোনের উপসহকারী-পরিচালক শিপলু আহম্মেদ।

তিনি জানান,’ বাসটিতে মোট ৫৪ টি আসন রয়েছে। প্রতিটি আসন এবং সামনের ইঞ্জিনের কাভারেও যাত্রী ছিলো। এর মধ্যে যারা সামনের দিকে বসেছিলো তাদের মৃত্যুই বেশি ঘটেছে।

তিনি বলেন,  কমপক্ষে ৬০ জন যাত্রী ছিলো গাড়িতে। যাত্রীদের প্রায় সকলেই আহত হয়েছে।আমরা খবর পাওয়ার পরে ঘটনাস্থলে এসে ১৪ জনকে মৃত হিসেবে শনাক্ত করি। তাদের উদ্ধারের পরে পুলিশের কাছে হস্তান্তর করি। হাসপাতালে নেয়ার পরে আরো ৩ জনের মৃত্যু হয়েছে বলে জানতে পারি। এখানে ফায়ারসার্ভিসের ৩ টি ইউনিট কাজ করছে। আমাদের উদ্ধার কাজ এখনো চলমান হয়েছে।’

সরকারের পক্ষ থেকে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রতিটি লাশের দাফন কাফনের জন ২৫ হাজার টাকা করে দেয়া হয়েছে।

উল্লেখ্য, রোববার সকাল ৮ টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি বাস পদ্মাসেতুর আগে এক্সপ্রেসওয়ের শিবচরের কুতুবপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। এসময় দুমড়েমুচড়ে যায় বাসটি। এ ঘটনায় এখন পর্যন্ত নারীসহ ১৯ জনের মৃত্যু হয়েছে মৃত্যুর সংখ্যা আরো বারতে পারে। এছাড়াও আহত হয়েছেন কমপক্ষে আরো ৩০ জন। এদিকে দূর্ঘটনা কবলিত বাসটি সরিয়ে নেয়ার চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এদিকে আহতদের মধ্যে ঢাকা মেডিকেলে আরো ২ জন মারা গেছে বলে একটি সূত্র জানিয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজন শিবচরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

জলবায়ু পরিবর্তনঃ ক্রমশ বাড়ছে উপকূলের ঝুঁকি

নিজস্ব প্রতিনিধি: বর্তমান জলবায়ু পরিবর্তনের ঝুঁকি এবং প্রাকৃতিক দুর্যোগের পরিমাণ বৃদ্ধি পাওয়ার ...