সর্বশেষ সংবাদ
Home / সারাদেশ / রংপুর বিভাগ / পঞ্চগড়ে এই প্রথম  কিডনি ডায়ালাইসিস সেন্টারের উদ্বোধন করা হয়েছে

পঞ্চগড়ে এই প্রথম  কিডনি ডায়ালাইসিস সেন্টারের উদ্বোধন করা হয়েছে

মোঃ এনামুল হক – পঞ্চগড় প্রতিনিধিঃ

সল্প খরচে আধুনিক ও মানসম্মত কিডনি ডায়ালাইসিস সেবা নিশ্চিতের লক্ষ্যে পঞ্চগড়ে এই প্রথম সোনার বাংলা (এসবিএফ) সিলিকন ভ্যালি অ্যারিজোনা কিডনি ডায়ালাইসিস সেন্টারের উদ্বোধন করা হয়েছে।

শনিবার দুপুরে পঞ্চগড় জেলা শহরের কায়েতপাড়া এলাকায় ফিতা কেটে কিডনি ডায়ালাইসিস সেন্টারের উদ্বোধন করেন পঞ্চগড় ১ আসনের সংসদ সদস্য নাইমুজ্জামান ভূঁইয়া মুক্তা।

সোনার বাংলা ফাউন্ডেশন বাংলাদেশের চীফ অপারেটিং অফিসার হোসনে আরা বেগমের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে পঞ্চগড় এমআর কলেজের অধ্যক্ষ দেলওয়ার হোসেন প্রধান, পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু সাইদ, পঞ্চগড় পৌড়সভার মেয়র জাকিয়া খাতুন, আটোয়ারী উপজেলা চেয়ারম‍্যান এ‍্যাডঃআনিছুর রহমান, রংপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ইউরোলজি সার্জারী বিভাগের প্রধান প্রফেসর ডা শহীদুল ইসলাম সুগম,  নেফ্রোলজি বিভাগের প্রধান প্রফেসর ডা. এবিএম মোবাশ্বের আলম সুজা, পঞ্চগড়ের  সিভিল সার্জন ডা মোস্তফা জামান চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের মানুষজন কিডনী জটিলতা সহ নানা চিকিৎসা সেবা নিতে রংপুর, দিনাজপুর কিংবা ঢাকামুখী হতে হয়। এতে রোগী দীর্ঘ পথে যাতায়াতে ভোগান্তি, আর্থিক ও সময় অপচয় সহ নানা সমস‍্যায়  পড়তে হয় তাদের। তবে আমেরিকা প্রবাসী বাংলাদেশীদের (সাবেক ক্যাডেট) উদ্যোগে  সল্প খরচে আধুনিক ও মানসম্মত কিডনী ডায়ালাইসিস করতে প্রান্তিক জেলা পঞ্চগড় সহ ২১ টি জেলায় ২৩টি কেন্দ্রে কিডনি ডায়ালাইসিস করা হচ্ছে।

উল্লেখ্য, ৮টি বেডে প্রতিদিন অন্তত ২৪ জন রোগীকে পঞ্চগড় কিডনি ডায়ালাইসিস সেন্টারে সেবা দেয়া সম্ভব হবে বলে জানায় কিডনি ডায়ালাইসিস সেন্টার কর্তৃপক্ষ।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

মিঠাপুকুরে আনসার ও ভিডিপি’র উদ্যোগে বৃক্ষরোপণ  ও গাছের চারা বিতরণ

মিঠাপুকুর প্রতিনিধি :   “শান্তি শৃঙখলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা”-এই প্রতিপাদ্য বিষয়কে ...