সর্বশেষ সংবাদ
Home / অন্যান্য / পঞ্চগড়ের বাংলাবান্ধায় মর্টারশেল উদ্ধার

পঞ্চগড়ের বাংলাবান্ধায় মর্টারশেল উদ্ধার

মোঃ এনামুল হক – স্টাফ রিপোটার::

পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা এলাকায় একটি মর্টার শেল উদ্ধার করেছে পুলিশ। রবিবার ২৩ জুন দুপুরের সময় এটি দেখতে পায় স্থানীয়রা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা  গেছে,  বাংলাবান্ধা এলাকার একজন মহিলা উক্ত  এলাকায় বালি-পাথর তোলার কাজ করতে যান। সেখানে বালির স্তূপের ভিতরে একটি পুরোনো লোহার দণ্ডের মতো দেখতে পান। পরে তারা সেটিকে বিক্রি করতে বাংলাবান্ধা, সিপাইপাড়া হাটে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এর দোকানের সামনে  নিয়ে আসেন।

বস্তুটি দেখে বিষয়টি বুঝতে পারে এটা কোন সাধারন লোহা নয়। টের পেয়ে মোঃ আলামিন নামের আরেক ব্যক্তি থানায় খবর দিলে পুলিশ গিয়ে মর্টার শেলটি উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে গিয়ে নিরাপত্তা বেষ্টনী দিয়ে রেখে দেয় । পরে তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার জানান, মর্টার শেলের বিষয়টি সৈয়দপুর সেনানিবাসে জানানো হয়েছে।সেনাবাহিনীর বোম ডিজপোজাল ইউনিট এসে এটি পরীক্ষা করে নিশক্রিয় করার ব্যবস্থা করবেন।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

মাদারীপুরে সরকারি চাকরি থেকে কোটা বাতিলের দাবিতে সড়ক অবরোধ

কাজল খান – মাদারীপুর জেলা প্রতিনিধি:: সরকারি চাকরি থেকে কোটা ব্যবস্থা বাতিলের ...