সর্বশেষ সংবাদ
Home / সারাদেশ / ময়মনসিংহ বিভাগ / নেত্রকোনায় প্রোজেনী শো ও উন্নত জাতের বাছুরের প্রদর্শনী মেলা

নেত্রকোনায় প্রোজেনী শো ও উন্নত জাতের বাছুরের প্রদর্শনী মেলা

নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার মদনে প্রোজনী শো ও বাৎসরিক এল-এ কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে উপজেলা সদরের বাড়ীভাদেরা গ্রামের রংতুলি মাঠে এসিআই এনিমেল জেনেটিক্সের আয়োজনে এই মেলা হয়েছে।

এসিআই এনিমেল জেনেটিক্সের বিজনেস ডাইরেক্টর মোজাফফর উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নেত্রকোনা জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপপরিচালক দীলিপ কুমার সরকার।

এছাড়া বিশেষ অতিথি ছিলেন, মদন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. তায়রান ইকবাল, এসিআই এনিমেল জেনেটিক্সের চীফ এডভাইজার ডা. অরবিন্দন কুমার সাহা, এসিআই এনিমেল জেনেটিক্সের সিনিয়র এরিয়া ম্যানেজার জাহিদুল ইসলামসহ আরো অনেকে।

বক্তারা বলেন, দেশে কৃত্রিম প্রজননের মাধ্যমে উন্নত জাতের গরু ও দুধ উৎপাদনের লক্ষ্যে কৃষকদের তারা কাজ করে যাচ্ছেন। এতে কৃষকরা অনেক লাভবান হবে বলে মনে করেন।

এ সময় মদন, আটপাড় ও খালিয়াজুরী উপজেলা থেকে কৃষকরা উন্নত জাতের বাছুর নিয়ে মেলায় অংশ নেয়।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

আড়াইশ বছরের ঐতিহ্য টিকিয়ে রাখতে কোরবানির মাংস দেড় হাজারের উপরে ভাগ করা হয় ময়মনসিংহে

  সদরুল আইন: ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার পুটিজানা ইউনিয়নের বৈলাজান গ্রামে ঈদ উল ...