সর্বশেষ সংবাদ
Home / আজকের পত্রিকা / নীলফামারীতে গুড নেইবারস বাংলাদেশ-এর অংশীদার বিদ্যালয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত 

নীলফামারীতে গুড নেইবারস বাংলাদেশ-এর অংশীদার বিদ্যালয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত 

সেলিম রেজা নীলফামারী:

নীলফামারীতে গুড নেইবারস বাংলাদেশ-এর অংশীদার বিদ্যালয় নিয়ে আলোচনা সভার অনুষ্ঠিত হয়েছে।

গুড নেইবারস বাংলাদেশ-এর নীলফামারী সিডিপি অংশগ্রহণমূলক বিদ্যালয় পর্যবেক্ষণ কার্যক্রমের আওতায় অংশীদার বিদ্যালয়সমূহের এমএমসি সদস্যদের নিয়ে ‘গুণগত শিক্ষা বিষয়ক আলোচনা সভা’র আয়োজন করেছে। এই সভায় সংগলশী ইউনিয়নের ০৮টি সরকারি প্রাথমিক ও ০৪টি মাধ্যমিক বিদ্যালয়ের একজন করে এসএমসি সদস্য ও শিক্ষক প্রতিনিধি অংশগ্রহণ করেন। উক্ত সভায় আলোচনায় করেন টিকেন্দ্র জিৎ মিরু প্রধান শিক্ষক বারুণীর ডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়, ও সিডিসি চেয়ারপারসন নীলফামারী সিডিপি, আলতাফ হোসেন অধ্যক্ষ সংগলশী হাজীপাড়া আলীম মাদ্রাসা, ম্যানেজার গুড নেইবারস বাংলাদেশ। তাছাড়া অনুষ্ঠানটি পরিচালনা করেন জনাব মতিউর রহমান আকাশ (প্রাগ্রাম-নীলফামারী সিডিপি)। আলোচনায় উঠে আসে গুণগত শিক্ষার উন্নয়নে সকলের অংশগ্রহণ ও সমন্বয় প্রয়োজন। তাই শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, এসএমসি সদস্য সহ সমাজের সকলকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান গুলো শতভাগ উপস্থিতি, শতভাগ পাবলিক পরিক্ষায় পাশ ও শূন্য ড্রপ আউট এই লক্ষ্য পূরণ করতে পারলে গুণগত শিক্ষার মান উন্নয়নে এগিয়ে যাবে।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

চরফ্যাসনে লঞ্চ মালিকদের রোটেশন সিন্ডিকেটে জিম্মি যাত্রীরা 

চরফ্যাসন (ভোলা)প্রতিনিধিঃ ভোলার চরফ্যাসনে ঢাকা থেকে বেতুয়া ঘাটে লঞ্চ মালিকদের রোটেশন সিন্ডিকেটে ...