সর্বশেষ সংবাদ
Home / অপরাধ / বেনাপোল সীমান্ত পুটখালী থেকে দুই কেজি স্বর্ণের বারসহ এক পাচারকারী আটক

বেনাপোল সীমান্ত পুটখালী থেকে দুই কেজি স্বর্ণের বারসহ এক পাচারকারী আটক

আনোয়ার হোসেন – নিজস্ব প্রতিনিধি::

 

ভারতে পাচারের সময় যশোরের বেনাপোল সীমান্তের পুটখালী থেকে দুই কেজি ১০০ গ্রাম ওজনের ১৮ পিস স্বর্ণের বারসহ লিমন হোসেন নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যগন।

 

আটক লিমন হোসেন বেনাপোল পোর্ট থানা ধীন বালুন্ডা গ্রামের শাহ আলমের ছেলে।

এর আগে গত ৯ই জুলাই একই দিন সকাল বেলা বেনাপোলের দৌলতপুর সীমান্ত এলাকা থেকে আরো ৯টি স্বর্ণের বার সহ মনোয়ার হোসেন নামে  একজন পাচার করীকে আটক করে বিজিবি। তিনি বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের মৃতঃ রবিউল হোসেনের ছেলে।

২১ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লে. কর্নেল খুরশিদ আনোয়ার জানান, গোপন সংবাদে বিজিবি জানতে পেয়ে সীমান্ত পথে ভারতে স্বর্ণের একটি চালান পাচার হবে। পরে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে স্বর্ণপাচারকারীকে আটক করে। এ সময় তার কাছে থেকে ১৮টি স্বর্ণের বার পাওয়া যায়। গ্রেফতার কৃত আসামির বিরুদ্ধে স্বর্ণ পাচার আইনে মামলা দিয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে বলে জানান।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

রাজশাহীতে সাবেক ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যা

এই রাজশাহী অফিস: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার দায়ে গণপিটুনিতে ...