সর্বশেষ সংবাদ
Home / সারাদেশ / নাটোরে স্কুলছাত্রকে পুড়িয়ে মারার ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে মামলা
Oplus_0

নাটোরে স্কুলছাত্রকে পুড়িয়ে মারার ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে মামলা

 

নাটোর প্রতিনিধিঃ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নাটোরের স্কুলছাত্র ইয়াসিন ইসলামকে(১৭) তুলে নিয়ে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

রোববার (১৮ আগস্ট) দুপুরে নিহতের বাবা মো. ফজের আলী বাদী হয়ে নাটোর সদর থানায় এ মামলা করেন।

মামলায় প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এ ছাড়াও রয়েছে নাটোর-২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজানসহ ১১১ জনের নাম।

মামলার বাদী মো. ফজের আলী জানান, গত ৪ আগস্ট নাটোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয় আমার ছেলে ইয়াসিন। সকাল ১০টার দিকে শহরের মাদ্রাসা মোড়ে হাতে পিস্তল, ছুরি নিয়ে দলবদ্ধ হয়ে ছাত্রদের আন্দোলনে হামলা চালানো হয়।

এ সময় আমার ছেলেকে এলোপাথাড়ি মারপিট করলে মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাকে সাবেক এমপি শিমুলের বাড়িতে একটি কক্ষে আটকে রাখা হয়। পরের দিন সেই কক্ষে আগুণ দিয়ে তাকে পুড়িয়ে মারা হয়।

নাটোর সদর থানার ওসি মিজানুর রহমান জানান, মামলাটি নথিভূক্ত করার প্রক্রিয়া চলমান রয়েছে।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

জামালপুরে আন্তর্জাতিক নদী দিবস২০২৪ পালিত

সদর প্রতিনিধি জামালপুর: অদ্য ৫ অক্টোবর ২৪ জামালপুরে আন্তর্জাতিক নদী দিবস ২০২৪ ...