সর্বশেষ সংবাদ
Home / সারাদেশ / নলছিটিতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদযাপিত

নলছিটিতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদযাপিত

‘বাড়াবো প্রাণিজ আমিষ গড়াব দেশ স্বাস্থ্য মেধা সমৃদ্ধির বাংলাদেশ’ এই শ্লগানকে সমানে রেখে ঝালকাঠী নলছিটিতে যথাযথ মর্যাদায় প্রাণি সেবা সপ্তাহ ১৮ উদযাপিত হয়েছে। সোমবার সসালে উপজেলা প্রশাসন ও প্রাণি সম্পদ অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্তর থেকে একটি বর্নাঢ্য র‌্যালী বের করে শহরের প্রধান প্রধান সরক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে এক আলোচনা সভায় মিলিত হন। নলছিটির প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মিরাজ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউএনও মোঃ আশরাফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান দুলাল শরীফ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঝালকাঠী জেলা পরিষদ সদস্য বীরমুক্তিযোদ্ধা খন্দকার মুজিবুর রহমান, ইউনিয়ন পরিষদ ফোরামের কেন্দ্রীয় সিনিয়ার যুগ্ম সাধারন সম্পাদক এইচএম আকতারুজ্জামন বাচ্চু, সহকারী প্রগ্রামার কর্মকর্ত অতুন কিশোর দাস মুন প্রমুখ। জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রেীয় কমিটির সদস্য জাতীয় পর্যায়ে সম্মননা প্রাপ্ত সাংবাদিক প্রভাষক মোঃ আমির হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্যের মাধ্যমে মূল প্রবদ্ধ তুলে ধরেন অনুষ্ঠানের সভাপতি ডাঃ মোঃ মিরাজ হোসেন। প্রাণি সম্পদ সেবা জনগনের দোড় গোড়ায় পৌছে দেওয়ার লক্ষ্যে সেবা সপ্তাহের অংশ হিসেবে ২৩ জানুয়ারী মঙ্গলবার স্থানীয় খাজুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের ডিম ও দুধ খাওয়ানো, ২৪ জানুয়ারী বুধবার তিমিরকাঠী বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গন বিনামূল্যে কৃমিনাশক ঔষধ বিতরন ক্যাম্পেইন ও ২৫ জানুয়ারী বৃহস্পতিবার কুলকাঠী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গন বিনামূল্যে টিকা প্রদান ক্যাম্পেইন’র আয়োজন করা হয়েছে।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

জামালপুরে আন্তর্জাতিক নদী দিবস২০২৪ পালিত

সদর প্রতিনিধি জামালপুর: অদ্য ৫ অক্টোবর ২৪ জামালপুরে আন্তর্জাতিক নদী দিবস ২০২৪ ...