সর্বশেষ সংবাদ
Home / সারাদেশ / নরসিংদীতে মতবিনিময় সভা না করেই ফিরে গেলেন কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম

নরসিংদীতে মতবিনিময় সভা না করেই ফিরে গেলেন কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম

 

মোঃএমরুল ইসলাম,জেলা প্রতিনিধি,নরসিংদীঃ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং ছাত্র-জনতার সাথে মতবিনিময় সভায় যোগ দিতে নরসিংদী পৌঁছালেও অনুষ্ঠানস্থলে যাননি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।

সোমবার (৯ সেপ্টেম্বর) বিকাল ৫ টার দিকে নরসিংদী পৌর শহরের সাটিরপাড়া কালি কুমার স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিতব্য সমাবেশটি স্থগিত ঘোষণা করেন আয়োজকরা।

নরসিংদীর সমন্বয়কদের দুই গ্রুপের কোন্দল ও সমন্বয়হীনতার কারণে সভা না করেই নরসিংদী ত্যাগ করেন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। তবে সভা স্থগিত করা হলেও সমন্বয়কদের পক্ষ হতে আনুষ্ঠানিকভাবে কোন কারণ জানানো হয়নি।

সোমবার (০৯ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় মতবিনিময় সভা হওয়ার কথা ছিল। সেই সভায় যোগ দিতে সকালেই ঢাকা থেকে নরসিংদী ক্লাবে পৌঁছান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম ও তাঁর সফরসঙ্গীরা।

তিনি সকাল সাড়ে ৯টা হতে নরসিংদী ক্লাবে অবস্থান করে জেলার সমন্বয়কদের নিয়ে অভ্যন্তরীণ মিটিং শুরু করেন। সেখানে জেলার সমন্বয়কদের একটি অংশ সমাবেশটি সাটিরপাড়ার পরিবর্তে নরসিংদী সরকারি কলেজ মাঠে করার দাবি জানান। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। কোথায় সমাবেশ হবে- বিকাল পর্যন্ত এ নিয়ে চলে তর্ক-বিতর্ক। সবশেষ কোনও সিদ্ধান্তে পৌঁছাতে না পেরে বিকালে সাড়ে ৪ টার দিকে অনুষ্ঠিতব্য মতবিনিময় সভায় যোগ না দিয়েই নরসিংদী ক্লাব থেকে ঢাকার উদ্দেশ্যে ফেরত যান সারজিস আলম।

এদিকে সাটিরপাড়া সমাবেশস্থলে জেলার বিভিন্ন স্থান হতে আসা শিক্ষার্থীরা এই ঘটনায় হতাশা প্রকাশ করেন। সমন্বয়কদের একাধিক সূত্র জানিয়েছে, নরসিংদীর দুই গ্রুপ একত্রিত হতে পারলে অতিদ্রুতই আবার নরসিংদীতে মতবিনিময় সভা করতে আসবেন সারজিস আলম।

About shakhawat khan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

জামালপুরে আন্তর্জাতিক নদী দিবস২০২৪ পালিত

সদর প্রতিনিধি জামালপুর: অদ্য ৫ অক্টোবর ২৪ জামালপুরে আন্তর্জাতিক নদী দিবস ২০২৪ ...