সর্বশেষ সংবাদ
Home / সারাদেশ / নরসিংদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ

নরসিংদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ

মোঃএমরুল ইসলাম,জেলা প্রতিনিধি,নরসিংদীঃ
নরসিংদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ উঠেছে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এতে অন্তত ১০ শিক্ষার্থী আহতের খবর পাওয়া গেছে।
পুলিশের সামনে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা আন্দোলনকারীদের লাঠিপেটা করেন বলে অভিযোগ করেছেন একাধিক শিক্ষার্থীর। তবে তাৎক্ষণিক আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ‘প্রার্থনা ও ছাত্র-জনতার গণমিছিল’ নিয়ে বেলা ৩ টার দিকে সদর উপজেলা মোড়ে নরসিংদী প্রেসক্লাবের সামনে অবস্থান নেওয়ার চেষ্টা করেন বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের মিছিল সেখানে গেলে যুবলীগ, ছাত্রলীগ ও মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীদের বাধার মুখে পড়ে। একপর্যায়ে শিক্ষার্থীদের বেধড়ক লাঠিপেটা ও মারধর করা হয়। এতে কমপক্ষে ১০ শিক্ষার্থী আহত হন। তবে ঘটনাস্থলের পাশে থাকা পুলিশকে কোনো ভূমিকা নিতে দেখা যায়নি।
নরসিংদী সদর থানার ওসি তানভীর আহমেদ বলেন“আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীদের সামান্য হাতাহাতির ঘটনা ঘটেছে।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

জামালপুরে আন্তর্জাতিক নদী দিবস২০২৪ পালিত

সদর প্রতিনিধি জামালপুর: অদ্য ৫ অক্টোবর ২৪ জামালপুরে আন্তর্জাতিক নদী দিবস ২০২৪ ...