সর্বশেষ সংবাদ
Home / সারাদেশ / নরসিংদীতে পিবিআই এর অভিযানে হত্যা মামলার  আসামী গ্রেফতার

নরসিংদীতে পিবিআই এর অভিযানে হত্যা মামলার  আসামী গ্রেফতার

মোঃএমরুল ইসলাম,জেলা প্রতিনিধি,নরসিংদী।
সূত্রে জানা যায়, নরসিংদী পিবিআই স্ব-উদ্যোগে ফিড ব্যবসায়ী দৌলত খানের মামলাটি গ্রহণ করে এবং দ্রুত অভিযান পরিচালনা করেন। গত বৃহস্পতিবার (৩ অক্টোবর) রোমান ওরফে (বাবু) ও জাহিদ নামের স্থানীয় কিশোর গ্যাং এর হত্যা মামলার দুই জন আসামিকে গ্রেফতার করে। পিবিআই গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করলে আসামিরা দৌলত খানের হত্যাকাণ্ডে জড়িত থাকায় ১৬৪ ধারা জবানবন্দি প্রদান করে।
গত ৩০ সেপ্টেম্বর নিহতের স্ত্রী রোকেয়া খানম বাদী হয়ে শিবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলা নং-২২, ধারা-৩০২/৩৪।
উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর সন্ত্রাসীরা সন্ধ‌্যা থে‌কেই চু‌রির ফাঁদ পে‌তে ট্রা‌কের ব‌্যাটা‌রি চু‌রি করার পায়তারা ক‌রতে থা‌কে। টের পে‌য়ে নিহত দৌলত খান পো‌ল্টি ফা‌র্মের দুজন কর্মচা‌রি‌কে নি‌য়ে ঘর থে‌কে বের হন। বা‌ড়ির প‌শ্চি‌মে ১০০ গজ দূ‌রে মোর‌শেদ ফ‌কি‌রের বা‌ড়ির পা‌শে গে‌লেই ওঁৎ  পে‌তে থাকা সন্ত্রাসীরা দৌলত খান‌কে দেখেই দেশীয় অস্ত্র দি‌য়ে এলো পাতাড়ি কোপা‌তে থা‌কে। এ সময় সন্ত্রাসীরা মোর‌শেদ ফ‌কি‌রের বা‌ড়ির ওঠা‌নে ফে‌লেও এলো পাতাড়ি কোপায়। নিহত দৌলত‌ খা‌নের বু‌কের পাজর, লিঙ্গ, হাত ও পা কেটে ফে‌লে। সন্ত্রাসীরা দৌলত খা‌নের মৃত‌্যু নি‌শ্চিত হলে ওইখান থেকে চলে যায়।
এ বিষয়ে জানতে মামলার তদন্ত কারি পিবিআই কর্মকর্তা এস আই বাবুলের মোবাইলে ফোন দিলে তিনি বলেন, মামলার কিছু গোপনীয়তা বিষয় আছে আমি এখন কিছু বলতে পারব না আপনি আমাদের এসপি স্যারের সাথে যোগাযোগ করেন।

About shakhawat khan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

জামালপুরে আন্তর্জাতিক নদী দিবস২০২৪ পালিত

সদর প্রতিনিধি জামালপুর: অদ্য ৫ অক্টোবর ২৪ জামালপুরে আন্তর্জাতিক নদী দিবস ২০২৪ ...