সর্বশেষ সংবাদ
Home / সারাদেশ / নরসিংদীতে জোরপূর্বক প্রধান শিক্ষককে পদত্যাগে বাধ্য করার অভিযোগ

নরসিংদীতে জোরপূর্বক প্রধান শিক্ষককে পদত্যাগে বাধ্য করার অভিযোগ

 

মোঃএমরুল ইসলাম জেলা প্রতিনিধি,নরসিংদী:

নরসিংদী জেলাধীন মনোহরদী উপজেলার হাতিরদিয়া সাদত আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাব উদ্দিনকে বহিরাগত কিছু দুষ্কৃতকারীরা রবিবার (২৫ আগস্ট)দুপুর আনুমানিক ১২ টার দিকে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এরই ধারাবাহিকতায় সোমবার (২৬ আগষ্ট)হাতিরদিয়া সাদত আলী উচ্চ বিদ্যালয়ে অধ্যায়নরত প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা স্কুল প্রাঙ্গনে বিক্ষোভ মিছিল করেন এবং মঙ্গলবার(২৭ আগষ্ট)স্কুলের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা প্রধান শিক্ষককে বহিরাগতরা বলপ্রয়োগে পদত্যাগে বাধ্য করেছেন মর্মে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ প্রদান করেন।

অভিযোগটির বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান জানান,আমি স্কুলের পেইডে একটি পদত্যাগ পত্র পেয়েছি এবং মঙ্গলবার(২৭ আগষ্ট)শিক্ষার্থীদের পক্ষ থেকে দু,টি অভিযোগ পত্র পেয়েছি এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য যে সোমবার(২৬ আগষ্ট)এক বিবৃতিতে শিক্ষা উপদেষ্টা বলেন,জোর করে কোন শিক্ষককে পদত্যাগে বাধ্য করা যাবে না।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

জামালপুরে আন্তর্জাতিক নদী দিবস২০২৪ পালিত

সদর প্রতিনিধি জামালপুর: অদ্য ৫ অক্টোবর ২৪ জামালপুরে আন্তর্জাতিক নদী দিবস ২০২৪ ...