সর্বশেষ সংবাদ
Home / জাতীয় / নরসিংদীতে একুশে পদকপ্রাপ্ত ড.মনিরুজ্জামান আর নেই

নরসিংদীতে একুশে পদকপ্রাপ্ত ড.মনিরুজ্জামান আর নেই

 

মোঃএমরুল ইসলাম
জেলা প্রতিনিধি,নরসিংদীঃ

নরসিংদীর রায়পুরা উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের শিকদারপাড়ার কৃতি সন্তান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন, নরসিংদী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন পরিষদের সভাপতি ড.মনিরুজ্জামান মারা গেছেন।

মঙ্গলবার(২৭ আগষ্ট)বিকাল সোয়া পাঁচটার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও আত্মীয়-স্বজনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

তিনি একুশে পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারসহ দেশে-বিদেশে বহু পুরস্কার অর্জন করেছেন।

নরসিংদীর রায়পুরার এই কৃতি সন্তান একেধারে গবেষক, লেখক, নজরুল গবেষক ও নজরুল ইনস্টিটিউটের পরিচালক ছিলেন।

ড. মনিরুজ্জামান চট্টগ্রাম বিশ্ব বিদ্যালয়ের কলা অনুষদের ডিন ও বাংলা বিভাগের চেয়ারম্যান ছিলেন।

আদিয়াবাদ সাহিত্য ভবন ও ভাষাতত্ত্ব কেন্দ্রের প্রতিষ্ঠাতা, নিসর্গ বার্তার (আন্তর্জাতিক সাহিত্য পত্রিকা) প্রতিষ্ঠাতা ছিলেন তিনি।

বুধবার(২৮ আগষ্ট)সকাল ১১টায় আদিয়াবাদ গ্রামে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

 

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে নরসিংদীতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃএমরুল ইসলাম,জেলা প্রতিনিধি,নরসিংদীঃ বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে নরসিংদীতে র‍্যালি ও আলোচনা সভা ...