সর্বশেষ সংবাদ
Home / সারাদেশ / নরসিংদীতে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দের সঙ্গে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নরসিংদীতে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দের সঙ্গে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

 

মোঃএমরুল ইসলাম,জেলা প্রতিনিধি,নরসিংদীঃ

নরসিংদীর মনোহরদীতে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(১৯ আগষ্ট)সকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোহরদী থানা শাখা ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে মনোহরদী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান মতবিনিময় সভার শুরুতেই ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোহরদী থানা শাখা ও সহযোগী অঙ্গ-সংগঠনের দায়িত্বশীলদের সার্বিক খোঁজ খবর নেন এবং সংগঠনের সার্বিক কাজকর্মের ভূয়সী প্রশংসা করেন। তাছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোহরদী থানা শাখা ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মতামত নেন এবং ইসলামী আন্দোলনের যে কোন সাংগঠনিক কাজে সহযোগীতা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

অন্য দিকে থানা শাখার সহ-সভাপতি মাওলানা সাইফুল্লাহ প্রধান বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম, রাষ্ট্র ও জনগণের কল্যাণে কাজ করেন।

এ সময় তিনি উপজেলা নির্বাহী অফিসারকে উদ্দেশ্য করে বলেন,আপনি জনগণ ও আমাদের পাশে থাকবেন বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি,ইনশাআল্লাহ।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মাদ আতিকুর রহমান
বলেন,ইসলাম হল শান্তির ধর্ম,ইসলামের পথে আসলে শান্তি ও মুক্তি মিলবে।
সুতরাং ইসলামে মাদক,ইভটিজিং,চাঁদাবাজি ও সন্ত্রাসের কোন ঠাঁই নেই। মনোহরদীর মানুষ এই সমস্ত চায় না,তারা শান্তি চায়।
আমরা আপনাদের সার্বিক সহযোগিতা চাচ্ছি এবং আমরাও আপনাদের পাশে আছি।

উক্ত মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোহরদী থানা শাখার
সেক্রেটারি অধ্যাপক ডা.কাজী জহিরুল হক,সাংগঠনিক সম্পাদক,মাস্টার মনিরুজ্জামান,জেলা শাখার ছাত্র নেতা এইচ এম ইয়াছিন আরাফাত,থানা শাখার যুব আন্দোলনের সভাপতি মুহাম্মাদ ফরিদ উদ্দিন, সাধারণ সম্পাদক মুহাম্মাদ জালাল উদ্দীন, মনোহরদী থানা শাখা উত্তর এর ছাত্র আন্দোলনে সহসভাপতি মুহাম্মাদ কবির আহমাদ, দক্ষিণ এর সাধারণ সম্পাদক মুহাম্মাদ সাজিম মাহমুদ সহ থানা ও ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

জামালপুরে আন্তর্জাতিক নদী দিবস২০২৪ পালিত

সদর প্রতিনিধি জামালপুর: অদ্য ৫ অক্টোবর ২৪ জামালপুরে আন্তর্জাতিক নদী দিবস ২০২৪ ...