সর্বশেষ সংবাদ
Home / সারাদেশ / নবাবগঞ্জে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সদের মানববন্ধন 
Oplus_131072

নবাবগঞ্জে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সদের মানববন্ধন 

রনজিত রায় , নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি :
  দিনাজপুরের নবাবগঞ্জে ১৪ সেপ্টেম্ব শনিবার সকালে  নবাবগঞ্জে নার্সিং ও মিডওয়াইফারি নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের সকল নার্সদের আয়োজনে  হাসপাতাল চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। নার্সদের নিয়ে কটুক্তি করায় নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূরের পদত্যাগের দাবিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। নবাবগঞ্জে নার্সিং এন্ড মিডওয়াইফারি এর নার্সিং সুপারভাইজার মোছাঃ উম্মে কুলসুম বলেন, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূরের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন নার্সদের একটি দল। তখন মহাপরিচালক তাদের সাথে বাজে আচরণ করেন। মাকসুরা নূর নার্সদের উদ্দেশ্য করে বলেন, নার্সদের দ্বিতীয় শ্রেণির পদমর্যাদা দেয়া সরকারের ভুল ছিল। যে কারণে নার্সরা তার বিরুদ্ধে আন্দোলনে নেমেছে। কর্মসূচির মানববন্ধন করা হয়েছে। অতি দ্রুত মহাপরিচালক মাকসুরা নূর পদত্যাগ না করলে কর্মবিরতিসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। সিনিয়র স্টাফ নার্স মোছাঃ আঙ্গুরী খাতুন বলেন, নার্সিং ও মিডওয়াফারি অধিদপ্তরের মহাপরিচালক হয়ে নার্সদের সঙ্গে এমন আচরণ কোনোভাবে গ্রহণযোগ্য না। অনতিবিলম্বে তার এই বক্তব্যের জন্য তাকে অবশ্যই সকল নার্সদের কাছে ক্ষমা চাইতে হবে। এমনকি মহাপরিচালকের পদ থেকে পদত্যাগ করতে হবে।এ সময় নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মো: মেহেদী হাসান ও সিনিয়র স্টাফ নার্স মোছাঃ ফিরোজা খাতুন সহ সকল নার্স এ মানববন্ধনে অংশগ্রহর করেন ।

About shakhawat khan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

জামালপুরে আন্তর্জাতিক নদী দিবস২০২৪ পালিত

সদর প্রতিনিধি জামালপুর: অদ্য ৫ অক্টোবর ২৪ জামালপুরে আন্তর্জাতিক নদী দিবস ২০২৪ ...