সর্বশেষ সংবাদ
Home / জাতীয় / নতুন বাংলাদেশ গড়তে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন ড. ইউনূস
Oplus_0

নতুন বাংলাদেশ গড়তে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন ড. ইউনূস

 

নিজস্ব প্রতিবেদক:

তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশি বন্ধুদের সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

তিনি বলেছেন, ‘জীবন বিসর্জন এবং তরুণদের অদম্য নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে। তারা একটি বৈষম্যমুক্ত সমাজ এবং একটি সমৃদ্ধ দেশ গড়ার জন্য তাদের জীবন উৎসর্গ করেছেন।’

স্থানীয় সময় গতকাল মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে ড. ইউনূস এ কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, তরুণদের আত্মত্যাগ আমাদের জন্য একটি বড় সুযোগ তৈরি করেছে। আমরা এই সুযোগ হাতছাড়া করতে চাই না। বর্তমান রাষ্ট্রীয় কাঠামো ও প্রতিষ্ঠানে ব্যাপক পরিবর্তনের মাধ্যমে তরুণরা নতুন বাংলাদেশ গড়তে চায়। এটি বাস্তবায়নের জন্য আমাদের সকলের সহযোগিতা প্রয়োজন।

শিক্ষার্থীদের আত্মত্যাগের কথা স্মরণ করে অধ্যাপক ইউনূস বলেন, পুরো জাতি আজ ঐক্যবদ্ধ। যারা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেন তাদের আমরা নিরাশ করতে চাই না।

প্রধান উপদেষ্টা বলেন, বর্তমান সরকার প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে একটি নতুন নির্বাচনী ব্যবস্থা চালু করতে কাজ করছে। তিনি বলেন, ‘একজন স্বৈরশাসক তাদের স্বপ্ন ও ভবিষ্যৎকে ভেঙে চুরমার করে দিয়েছিল বলে তরুণদের কাছে কোনো স্বপ্ন ছিল না। তাই তারা স্বৈরশাসককে পতনের জন্য বুলেটের সামনে দাঁড়াতে দ্বিধা করেনি।’

বিদেশি বন্ধুদের উদ্দেশে নোবেল বিজয়ী বলেন, বাংলাদেশি তরুণরা যে সাহস ও দৃঢ়তা দেখিয়েছে তা সবাইকে অভিভূত করেছে।

বুলেটের সামনে দাঁড়িয়ে যুবকরা অক্ষমতাকে মেনে নিতে দ্বিধা করেনি উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, ‘যুবদের লালিত গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে আমরা আপনাদের (বিদেশি বন্ধুদের) পাশে চাই।’

প্রধান উপদেষ্টা ২৭ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন।

About shakhawat khan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপ আজ : আলোচনায় সংস্কার ও নির্বাচনি রোডম্যাপ

  সদরুল আইন: অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দেশের ...