সর্বশেষ সংবাদ
Home / জাতীয় / নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস সঠিকভাবে জানাতে হবে: রাষ্ট্রপতি

নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস সঠিকভাবে জানাতে হবে: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বলেছেন, নতুন ও ভবিষ্যৎ প্রজন্মকে মুক্তিযুদ্ধের সংগ্রাম, মুক্তিযুদ্ধো চেতনা ইতিহাস সঠিকভাবে জানাতে হবে। মুক্তিযুদ্ধে চেনতাকে সর্বত্র ছড়িয়ে দিতে হবে। সরকার ইতিমধ্যে মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ ও মুক্তিযোদ্ধাদের পূর্নবাসনে কাজ করছে। বাংলাদেশ আজ উন্নয়ন ও অগ্রগতির মহাসড়কে এগিয়ে চলছে। মাথাপিছু আয় বাড়ছে, কমেছে দারিদ্রের হার। বৈদেশিক বিনিয়োগ ও রেমিটেশন প্রবাহ বৃদ্ধি পাচ্ছে।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারী) দুপুরে ভোলার উপ-শহর বাংলাবাজারে স্বাধীনতা জাদুঘর উদ্বোধন শেষে সুধী সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডিজিটাল বাংলাদেশে এখন আর কল্পনা নয় মন্তব্য করে তিনি আরো বলেন, উন্নয়নের ধারা অব্যাহত থাকলে বাংলাদেশ ২০৪১ সালেল মধ্যে উন্নত সমৃদ্ধ দেশে পরিনত হবে।
রাষ্ট্রপতি আবদুল হামিদ আরো বলেছেন, উন্নয়নে টেকসই ও বেগবান করতে হলে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখতে হবে। কারন গণতন্ত্রই মানুষের মৌলিক অধিকার। তাই দলমত নির্বিশেষে সকলের সম্মনিত প্রয়াস জরুরি। আর্থ সামাজিক নানা খাতে বিপুল অর্জন কেবল দেশে নয় বিশ্ববাসীকেও দৃষ্টি আকর্ষন করছে।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন, ভোলা সরকারি কলেজের প্রফেসর অধ্যক্ষ সাফিয়া খাতুন। উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, বন ও পরিবেশ উপ-মন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, ভোলা-৩ আসেনর সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল, কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ আফজাল হোসেনসহ প্রশাসনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
এদিকে তিন তলা বিশিষ্ট দৃষ্টিনন্দন এ স্থাপনাকে সাজানো হয়েছে মক্তিযুদ্ধের ইতিহাসের আলোকে। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদের পৃষ্ঠপোশকতায় জাদুঘরের তিনটি তলার প্রথম তলায় লাইব্রেরী, অডিটরিয়াম এবং প্রদর্শনী রয়েছে। এছাড়াও দ্বিতীয় ও তৃতীয় তলায় স্বাধীনতার ইতিহাসের আলোকে সাজানো হয়েছে।
এর আগে রাষ্ট্রপতি চরফ্যাশনের কুকরী-মুকরিতে একটি ইকোপার্কের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে হেলিকাপ্টারযোগে বাংলাবাজারে অবতরন করেন। সুধী সমাবেশে শেষে তিনি হ্যালিক্যাপ্টারযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপ আজ : আলোচনায় সংস্কার ও নির্বাচনি রোডম্যাপ

  সদরুল আইন: অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দেশের ...