সর্বশেষ সংবাদ
Home / জাতীয় / নতুন কর্মসূচি ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
Oplus_0

নতুন কর্মসূচি ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

 

বিডি বাংলা ডেস্কঃ

সরকার পতনের একদ ফা দাবিতে রোববার থেকে শুরু হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সর্বাত্মক অসহযোগ আন্দোলন।

এরই মধ্যে দুই দিনের জন্য নতুন কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনের সমন্বয়করা। রোববার দুপুরে গণমাধ্যম কর্মীদের হোয়াটসঅ্যাপ গ্রুপে নতুন কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানান আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাহিদ ইসলাম।

নতুন কর্মসূচির প্রথম দিন অর্থ্যাৎ আগামীকাল সোমবার সকালে সারা দেশে কোটা সংস্কার আন্দোলনের শহীদদের স্মরণে শাহাদাত বরণ করার স্থানসমূহে ‘শহীদ স্মৃতিফলক’ উন্মোচন করা হবে।

একইদিন সকাল ১১টায় রাজধানীর শাহবাগে শ্রমিক সমাবেশ এবং বিকেল পাঁচটায় কেন্দ্রীয় শহীদ মিনারে নারী সমাবেশ অনুষ্ঠিত হবে। পাশাপাশি এক দফা দাবিতে সারাদেশে বিক্ষোভ ও গণঅবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।

কর্মসূচির দ্বিতীয় দিন অর্থ্যাৎ মঙ্গলবার লংমার্চ টু ঢাকা কর্মসূচি পালন করা হবে। সারাদেশে ছাত্র-নাগরিক-শ্রমিকদের ঢাকায় আসার আহ্বান জানিয়েছেন সমন্বয়করা। ওইদিন দুপুর ২টায় শাহবাগে মিলিত হওয়ার কথা জানিয়েছেন তারা। লংমার্চ টু ঢাকা কর্মসূচির স্লোগান নির্ধারণ করা হয়েছে, ‘ছাড়তে হবে ক্ষমতা, ঢাকায় আসো জনতা’।

ছাত্রজনতার উদ্দেশে সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, সকল এলাকা, পাড়া-মহল্লা, গ্রাম, উপজেলা ও জেলায় ছাত্রদের নেতৃত্বে সংগ্রাম কমিটি গঠন করুন। যদি ইন্টারনেট ক্র্যাকডাউন করা হয়, আমাদের (৬ সমন্বয়ক) গুম, গ্রেপ্তার কিংবা খুনও করা হয়, যদি ঘোষণা দেওয়ার কেউ নাও থাকে, তারপরও সরকার পতন না হওয়া পর্যন্ত এক দফা দাবিতে সবাই রাজপথ দখলে রাখবেন। পাশাপাশি শান্তিপূর্ণভাবে অসহযোগ আন্দোলন অব্যাহত রাখবেন।

ইন্টারনেট বন্ধের বিষয়ে তিনি বলেন, ‘যদি ইন্টারনেট ক্র্যাকডাউন হয়, আমাদেরকে গুম, গ্রেপ্তার, খুনও করা হয়, যদি ঘোষণা করার কেউ নাও থাকে; এক দফা দাবিতে সরকার পতন না হওয়া পর্যন্ত সবাই রাজপথ দখলে রাখবেন এবং শান্তিপূর্ণভাবে অসহযোগ আন্দোলন অব্যাহত রাখবেন।’

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপ আজ : আলোচনায় সংস্কার ও নির্বাচনি রোডম্যাপ

  সদরুল আইন: অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দেশের ...